ISL: এই ব্রাজিলিয়ান তারকার দিকে নজর জামশেদপুরের

নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ইতি মধ্যেই দল গোছাতে ব্যস্ত আইএসএলের (ISL) প্রত্যেকটি ক্লাব। সকলেই চাইছে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে টেনে চমক দিতে। এক্ষেত্রে…

Brazilian footballer Elsinho

নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ইতি মধ্যেই দল গোছাতে ব্যস্ত আইএসএলের (ISL) প্রত্যেকটি ক্লাব। সকলেই চাইছে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে টেনে চমক দিতে। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দল প্রথম দিকে সক্রিয় হয়ে উঠলেও পরবর্তীতে আসরে নামে মুম্বাই সিটি এফসি কলকাতার দুই প্রধান ক্লাব তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

এক্ষেত্রে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের আগেই চূড়ান্ত করেছে দুই প্রধান। এবার সেই আসরে নামল জামশেদপুর এফসি। শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে নাকি এবার এক ব্রাজিলিয়ান তারকাকে আনতে চাইছে বুথরয়েডের এই দল।

   

মূলত দলের মাঝমাঠ সামাল দিতে ব্রাজিলিয়ান ফুটবলার এলসিনহোর দিকে নজর রয়েছে লিগ শিল্ড জয়ী এই ক্লাবের। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে জামশেদপুর। এখন নাকি শুধু সই করার অপেক্ষা। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জামশেদপুর দলে যোগ দিতে নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে এই তারকার। তাই সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এই ব্রাজিলিয়ান ফুটবলারের নাম ঘোষণা করতে পারে জামশেদপুর এফসি।

একটা সময় ব্রাজিলের সাও পাওলোর একটি তৃতীয় ডিভিশনের ক্লাবের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে গত ২০১৩ সালে অলিম্পিয়া এফসিতে সই করেন এই ব্রাজিলিয়ান। তার পরের মরশুমে নাভিরিয়েন্সে যোগ দেন তিনি। ঠিক পরের মরশুমেই চলে আসেন ওয়েস্ট এফসিতে। সেখানে খেলেন একটি বছর।

এইভাবেই ব্রাজিলের একাধিক ক্লাবে খেলার পর ২০১৬ সালে মেস্কিকোর দ্বিতীয় ডিভিশনের দল এফসি জুয়ারেজের সঙ্গে যুক্ত হন। সেখানে কাটিয়ে দেন মোট চারটি মরশুম। তারপর ২০২০ সালে ফের চলে আসেন ব্রাজিল। খেলেন বেশকিছু ক্লাবে। এবার সব ঠিক থাকলে আইএসএল খেলতে ভারতে আসবেন এলসিনহো।