Jamshedpur FC: আইলিগের এই গোলরক্ষককে সাইন করাতে চলেছে জামশেদপুর

আগের মরশুম থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় প্লে-অফের অনেকটা কাছাকাছি চলে আসলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল…

Goalkeeper Albino Gomes

আগের মরশুম থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় প্লে-অফের অনেকটা কাছাকাছি চলে আসলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল এই ফুটবল ক্লাবকে। যা অনেকটাই হতাশ করেছিল সমর্থকদের। তবুও নতুন মরশুমে নিজেদের ভারতীয় কোচের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর। গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে জানানো হয় সেই বিষয়টি। যারফলে,আগামী দুইটি ফুটবল সিজনের ও দায়িত্ব পালন করবেন খালিদ জামিল। তাই এবার ও তার নির্দেশ মেনেই দল গঠন করছে ম্যানেজমেন্ট।

সেইমতো এবার তারা চূড়ান্ত করল আইলিগের এক গোলরক্ষককে। তিনি অ্যালবিনো গোমস। গত সিজনে হায়দরাবাদের ফুটবল দল শ্রীনিধি ডেকানের হয়ে খেলেছিলেন এই ভারতীয় গোলকিপার। মোট ১৮টি ম্যাচ খেলে ৭টি ক্লিনশিট ছিল বছর তিরিশের এই ফুটবলারের।

   

আরও পড়ুন: Sajal Bag: ISL খেলা সজল নিজেকে চেনালেন আরও একবার

হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত তার সঙ্গে শ্রীনিধির চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে টানছে আইএসএলের এই ফুটবল ক্লাব। যতদূর শোনা যাচ্ছে, আগামী দুইটি মরশুমের জন্য এই ফুটবলারকে চূড়ান্ত করতে চলেছে জামশেদপুর। যা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে দলের পারফরম্যান্সে।

আরও পড়ুন: Mohammedan SC: ৩ পাসে গোল, মহামেডানের এই বিষয়টি চিন্তায় রাখবে অন্য দলগুলোকে

এছাড়াও গত কয়েক সপ্তাহে একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে খালিদ জামিলের এই ফুটবল দল। এবার শুধু সরকারিভাবে তা ঘোষণা করার অপেক্ষা।  গতবারের সমস্ত ভুল ত্রুটি শুধরে নতুন সিজনে আদৌ কতটা সক্রিয় হয়ে উঠতে পারে তারা এখন সেটাই দেখার।