চ্যাম্পিয়নের মতো কলকাতা ফুটবল লিগ (CFL 2024) শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। উয়াড়িকে ৬-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে সাদা কালো ব্রিগেড। লিগের প্রথম ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় আগামী দিনে আরও বদল আসবে। তবুও প্রথম দিনের নিরিখে তাদের খেলার একটি দিক চোখে পড়ার মতো।
Transfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে ‘ফ্রি-কিক মাস্টার’
সাদা কালো ব্রিগেডের খেলার একটি দিক টুর্নামেন্টের বাকি দলগুলোকে চিন্তায় রাখতে পারে। আগামী দিনে দলের খেলা আরও জমাটি হবে বলে আশা করা হচ্ছে। তবুও অল্প সময়ের মধ্যে ছেলেদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে সেটা চোখে পড়ার মতো। বিশেষত আক্রমণ গড়ার ক্ষেত্রে। মাঝমাঠ ও আক্রমণভাগে মহামেডান স্পোর্টিং ক্লাবকে অনেক বেশি সংঘবদ্ধ দেখিয়েছে।
উয়াড়ির বিরুদ্ধে ম্যাচের ষষ্ঠ গোলের সময় সাদা কালো ব্রিগেডের মধ্যে বোঝাপড়া ছিল স্পষ্ট। সেট পিস পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বক্সের অনেকটা দূর থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ এসেছিল সিএফএল-এর চ্যাম্পিয়ন দলের কাছে। ম্যাচের শেষের দিকে ফ্রি কিকটি পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ডান প্রান্তর কাছে পেয়েছিল ফ্রি কিক।
A dominating win to kickstart our #CFL2024 campaign! 🔥🤩#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #ISL #CFL2024 pic.twitter.com/QQ6JgiAYiO
— Mohammedan SC (@MohammedanSC) June 25, 2024
সরাসরি শট কিংবা লং বল না খেলে নিজেদের মধ্যে পাস খেলে এসেছিল গোল. তিনটি পাস খেলে প্রতিপক্ষের আক্রমণভাগে প্রবেশ করেছিল ব্ল্যাক প্যান্থাররা। এরপর লালথামকিমার গোল। উয়াড়ির রক্ষণভাগের ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই হয়েছিল এই গোল।
T20 World Cup 2024: ভারত নয়, দক্ষিণ আফ্রিকা হবে চ্যাম্পিয়ন! করা হল বিরাট দাবি
সময় যতো এগোবে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া আরও ভাল হবে। তখন আরও ধারালো হতে পারে তাদের আক্রমণ।