গোলপোস্টের নিচে নির্ভরতা! জামশেদপুর নিয়ে আত্মবিশ্বাসী অ্যালবিনো গোমস

Jamshedpur FC Goalkeeper Albino Gomes Ready to Lead from the Back in Durand Cup 2025 Campaign

ভারতীয় ফুটবলের (Indian Football) সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হল ডুরান্ড কাপ (Durand Cup 2025)। এবার এই টুর্নামেন্ট ঘিরে জামশেদপুর শহর জুড়ে ফুটবল উত্তেজনা এখন তুঙ্গে। জামশেদপুর এফসির (Jamshedpur FC) অভিজ্ঞ গোলকিপার (Goalkeeper ) অ্যালবিনো গোমস (Albino Gomes) জানালেন, দল এবার প্রস্তুত ইতিহাসকে সম্মান জানিয়ে শহরের জন্য কিছু বিশেষ করে দেখাতে।

এবারের ডুরান্ড কাপে জামশেদপুর এফসি নিজেদের সব গ্রুপ ম্যাচ খেলবে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। ফলে ক্লাবের অন্যতম বড় সুবিধা হিসেবে দেখছেন গোমস। গত মরসুমে দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার আরও বড় দায়িত্ব কাঁধে নিতে চলেছেন তিনি।

   

অ্যালবিনো গোমস বলেন, “গত মরসুম আমাদের জন্য অনেকটা স্পেশাল ছিল। আমরা কঠিন লড়াই করেছিলাম, কিন্তু সেটা অতীত। এবার আমাদের সামনে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এটা শুধু আরেকটা ম্যাচ নয়, এটা গর্বের ব্যাপার। তাই আমার দায়িত্ব এবার আরও বড়। রক্ষণভাগকে সংগঠিত রাখা, ছেলেদের আত্মবিশ্বাস জোগানো, আর শুরু থেকেই জয়ের লক্ষ্যে নামা।”

এবারের জামশেদপুর স্কোয়াডে এসেছে বেশ কয়েকজন নতুন মুখ ও তরুণ প্রতিভা, বিশেষ করে ডিফেন্স লাইনে। তাই দ্রুত একে অপরের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলাটা হবে চ্যালেঞ্জ। তবে অভিজ্ঞ গোমস জানান, সেই প্রস্তুতিও ভালোভাবেই চলছে।

তিনি বলেন, “নতুন খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি করা সময় নেয়, কিন্তু সেটাই তো ফুটবলের সৌন্দর্য। আমাদের কাজ ওদের আত্মবিশ্বাস জোগানো, যাতে মাঠে সবাই একই পরিকল্পনায় খেলতে পারে। আমরা কোচ খালিদ জামিলের পরিকল্পনা মেনেই এগোচ্ছি।”

ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই কঠোর অনুশীলন চলছে। কোচ জামিলও খুব অল্প সময়ের মধ্যেই দলকে গুছিয়ে নিয়েছেন। দলের মনোভাব নিয়ে গোমস বললেন, “শিবিরের পরিবেশ খুবই পজিটিভ। সবাই জানে কী করতে হবে। ডুরান্ড কাপ শুধু একটি কাপ নয়, এটি ভারতের ইতিহাস। আমি ব্যক্তিগতভাবে নিজেকে প্রতিটি অনুশীলনে চ্যালেঞ্জ দিচ্ছি, যাতে মাঠে পুরোপুরি প্রস্তুত থাকতে পারি।”

জামশেদপুর এফসির গ্রুপে রয়েছে নেপালের ট্রিভুবন আর্মি এফটি, ইন্ডিয়ান আর্মি এফটি ও ১ লাদাখ এফসি। জামশেদপুরের গোলরক্ষক এই প্রসঙ্গে বলেন, সেনা দলের বিরুদ্ধে খেলাটা সবসময়ই শারীরিকভাবে চ্যালেঞ্জিং হয়। তিনি যোগ করেন, “আর্মি দলগুলো খুবই ডিসিপ্লিনড, শারীরিকভাবে শক্তিশালী এবং তারা শেষ সময় পর্যন্ত লড়ে যায়। আমাদেরও প্রস্তুত থাকতে হবে। ডুরান্ড কাপ মানেই কঠিন প্রতিপক্ষ, মানসিকভাবে কঠিন লড়াই। আমরাও সেই জন্য প্রস্তুত।”

জামশেদপুর এফসির ডুরান্ড কাপ যাত্রা শুরু হচ্ছে ২৪ জুলাই ট্রিভুবন আর্মি এফটির বিরুদ্ধে। এরপর ২৯ জুলাই তারা খেলবে ইন্ডিয়ান আর্মি এফটির বিরুদ্ধে এবং ৮ আগস্ট তাদের শেষ গ্রুপ ম্যাচ ১ লাদাখ এফসির বিরুদ্ধে।

Jamshedpur FC Goalkeeper Albino Gomes Ready to Lead from the Back in Durand Cup 2025 Campaign

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleএক নজরে বুঝে নিন সোনার উপর জিএসটি হিসেবের সম্পূর্ণ প্রক্রিয়া
Next articleসরকারী প্রকল্পে কৃষি পর্যটনের ছোঁয়া, খুলছে উন্নয়নের দরজা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।