জামশেদপুরের ফুটবলারকে দলে টানল চেন্নাইয়িন এফসি

নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ‌ অনেক আগেই‌ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশীয় ফুটবলারদের দিকে নজর ছিল তাদের। যাদের…

Jitendra Singh from Jamshedpur FC

নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ‌ অনেক আগেই‌ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশীয় ফুটবলারদের দিকে নজর ছিল তাদের। যাদের মধ্যে অনেকের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে দল। যাদের মধ্যে আজ নিজেদের প্রথম ফুটবলারের নাম ঘোষণা করল চেন্নাইয়িন।  তিনি জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই তরুণ ফুটবলারের নাম ঘোষণা করে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এই সিজনে খালিদ জামিলের জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এই সেন্টার ব্যাক। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ও যথেষ্ট সক্রিয় এই তরুণ।

আগত একটি সিজনের জন্য তাকে দলে নিল চেন্নাইয়িন। বলাবাহুল্য, গত কয়েক বছর খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে সুদিন ফিরতে থাকে দলের।

Advertisements

এবছর শুরুতে পিছিয়ে থাকলেও পরবর্তীতে নিজেদের সীমিত শক্তি নিয়ে অনবদ্য লড়াই করে দল। তারা পরাজিত করে শিল্ড জয়ী মোহনবাগান সুপারজায়ান্টসকে। এমনকি একের পর এক দাপুটে দলকে পিছনে ফেলে প্লে-অফ নিশ্চিত করেছিল অভিষেক বচ্চনের এই ক্লাব।

যদিও শেষ রক্ষা হয়নি। মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই দল।