বিকেলে বেরোনোর আগে সাবধান! জেনে নিন হাওয়া অফিসের সতর্কতা

সকাল থেকেই ভ্যাপসা গরম৷ মাঝেমধ্যে আকাশ মেঘলা করলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ তবে স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানাল,আজ বিকেলের পরই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায়…

Weather Update

সকাল থেকেই ভ্যাপসা গরম৷ মাঝেমধ্যে আকাশ মেঘলা করলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ তবে স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানাল,আজ বিকেলের পরই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিকেলের পরই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে৷

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতি কিছুটা কম থাকবে৷ ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে৷ তবে তা এখনও দক্ষিণবঙ্গে এসে পৌঁছয়নি৷ ফলে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই৷ আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপাতত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে থমকে রয়েছে৷ আগামী তিন চার দিনের মধ্যে তা দক্ষিণবঙ্গে পৌঁছনোর সম্ভাবনা নেই৷

   

দক্ষিণে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই৷ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছেই। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।