কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করে কী বললেন খালিদ জামিল?

জয় দিয়েই বছর শেষ করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের দ্বাদশ তম ম্যাচ খেলতে নেমেছিল খালিদ…

Khalid Jamil appoint as Jamshedpur FC coach

জয় দিয়েই বছর শেষ করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের দ্বাদশ তম ম্যাচ খেলতে নেমেছিল খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। দলের হয়ে এদিন একটি মাত্র গোল পান প্রতীক চৌধুরী। তাঁর গোলেই তিনটি পয়েন্ট নিশ্চিত করে ফেলে দল। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসলো জামশেদপুর।

দলের ফুটবলারদের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি জামশেদপুর কোচ খালিদ জামিল‌। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ এই ম্যাচ জয়ের সমস্ত কৃতিত্ব আমাদের ছেলেদের। তাঁদের কারণেই আমরা সফল হতে পেরেছি। ওরা যথেষ্ট পরিশ্রম করেছে। কে খেলেছে কিংবা কে খেলেনি সেটা খুব একটা প্রভাব ফেলেনি। আমাদের দলের খেলোয়াড়রা একে অপরকে সমর্থন করেছে, এটাই ভালো কথা। আমাদের অবশ্যই এটিকে বজায় রেখে এগিয়ে যেতে হবে”।

   

কিন্তু ম্যাচের মাঝামাঝি সময় থেকেই বলের দখল নিতে শুরু করেছিল প্রতিপক্ষ ফুটবল দল। তথা কেরালা ব্লাস্টার্স। বেশ কয়েকবার গোলের সুযোগ ও তৈরি করেছিল নোয়া সাদাউরা। কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি। নাহলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হত উভয় দলকে। সেই প্রসঙ্গে এই ভারতীয় কোচ বলেন, ” প্রধান বিষয় হল আমরা এই ম্যাচ থেকে তিনটি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছি। এটাই আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব রাখে।” সেইসাথে সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়ে খালিদ জামিল বলেন, ” আপনারা সকলে জামশেদপুর এফসিকে সমর্থন করতে থাকুন।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন”।

বলাবাহুল্য, গত অ্যাওয়ে ম্যাচে দুর্বল ইমামি ইস্টবেঙ্গলের কাছে‌ পরাজিত হতে হয়েছিল জাভিয়ের সিভেরিও টোরোদের। যা কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল একবারের লিগ শিল্ড জয়ীদের। কিন্তু সেই হতাশা ভুলে গত রবিবার ছন্দে ফিরেছে দল। নতুন বছরে ও সেই ছন্দ বজায় রাখা অন্যতম লক্ষ্য সকলের।