মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেন (Jamie McLaren)। জেমিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবুও, জেমি কীভাবে মোহনবাগানকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন সে ব্যাপারে চলছে আলোচনা। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের লেজেন্ড বা G.O.A.T জেমি ম্যাকলারেন। তিমি গোল করবেন, গোল করার কাজে দলকে সাহায্য করবেন এই প্রত্যাশা নিয়েই বাগান সমর্থকরা খেলা দেখতে বসবেন। এছাড়াও তারকা ফুটবলরের আরও একটা দিক সবুজ মেরুন ব্রিগেডের কাজে লাগতে পারে।
East Bengal FC: মরসুম শুরু হওয়ার আগেই পরিকল্পনা জানিয়ে দিলেন কুয়াদ্রত!
ম্যাকলারেন বক্সের ভিতরে তাঁর গোল করার দক্ষতার জন্য পরিচিত। প্রতিপক্ষের রক্ষণভাগে তাঁর তত্পরতা এবং পজিশন সম্পর্কে সচেতনতা যে কোনো দলের জন্য কার্যকর হতে পারে। গোল করা ছাড়াও জেমির আরও কিছু দক্ষতা রয়েছে যা মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কাজে লাগতে পারে।
৩০ বছর বয়সী ম্যাকলারেন শুধু গোলদাতা হিসেবেই নয়, দলকে নেতৃত্ব প্রদান করার জন্য পরিচিত। গত কয়েক মরসুম ধরে মেলবোর্ন সিটি এফসিতে অধিনায়কের আর্মব্যান্ড পরে গুরু দায়িত্ব পালন করেছেন। অধিনায়ক হিসাবে নেতৃত্ব দেওয়ার কয়েক বছরের অভিজ্ঞতার জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। মোহনবাগান এসজি এশিয়ান মঞ্চে ভাগ্য পরীক্ষা করতে চলেছে। সেখানে জেমির এই বৈশিষ্ট মাঠে কাজে লাগতে পারে ।
Transfer News: সাদিকুর সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে যুক্ত করল ক্লাব
২০১৯ সালের জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ডার্মস্টাড ৯৮ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন ক্লাবটিতে তার সাড়ে পাঁচ বছরের মেয়াদে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তাঁর বিদায় সংবাদ। এরপরেই শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। সিটিতে থাকাকালীন ম্যাকলারেন ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন। এই সময়কালের মধ্যে ক্লাবটিকে তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছেন ম্যাকলারেন।