ট‍্যুইট করে ইস্টবেঙ্গলে খেলার জল্পনা বাড়ালেন ইভান গঞ্জালেজ

ট‍্যুইট করে ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez)। এই স্প‍্যানিশ ডিফেন্ডারের সাথে ইতিমধ্যে কথা এগিয়ে রেখেছে লাল হলুদ ব্রিগেড।ইতিমধ্যে ক্লাবের স্পনসরশিপ নিয়ে…

ivan gonzalez

ট‍্যুইট করে ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ইভান গঞ্জালেস (Ivan Gonzalez)। এই স্প‍্যানিশ ডিফেন্ডারের সাথে ইতিমধ্যে কথা এগিয়ে রেখেছে লাল হলুদ ব্রিগেড।ইতিমধ্যে ক্লাবের স্পনসরশিপ নিয়ে তৈরী হওয়া সমস্যার কথা জেনেছেন তিনি।তবে এখনও ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা আছে ইভানের।

Advertisements

এফসি গোয়া থেকে লাল হলুদ ব্রিগেডে এসেছিলেন ইভান।চাইছেন আগামী মরশুম গুলো’তে ক্লাবের ভরসা হয়ে উঠতে।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ” আমি আশা রাখছি খুব শীঘ্রই সব কিছুর সমাধান হবে। নিজেকে ফের আরেকবার ইস্টবেঙ্গলের জার্সি’তে দেখতে পাচ্ছি আমি।আপনারা জানেন আমি ইস্টবেঙ্গলের খেলোয়াড়, এবং আগামী দিন গুলো’তে এই ক্লাবের হয়েই খেলতে চাই।”

   

ক্লাবের চুক্তিজঁট না মেটায় সমর্থক’র দ্বন্দ্বের মধ্যে রয়েছে একপ্রকার, যদিও খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে বলেই আশা দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।এমন দমবন্ধ করা পরিস্থিতির মাঝে ইভান গঞ্জালেসের দেওয়া এই আশ্বাস বাড়তি আশ্বাস দিচ্ছে আপামর লাল হলুদ সমর্থক বৃন্দদের।