চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার তিন

পুলিশে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। ঘটনায় গ্রেফতার তিন। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন ব্যক্তির নাম…

পুলিশে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। ঘটনায় গ্রেফতার তিন। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন ব্যক্তির নাম লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাস।

শনিবার সকালে শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর প্রকাশ্যে এনেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট কুয়ার ভূষণ সিং। পুলিশ সূত্রে খবর, গতকাল শিলিগুড়ির বাঘের দিন কলোনী এলাকায় পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ নিতে দেখা যায় বেশ কিছু জনকে। গোপন সূত্রে খবর পেয়েই ওই এলাকায় হানা দেয় পুলিশ। থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় একাধিক জনকে। সেখান থেকেই পুলিশ জানতে পারে, পুলিশে চাকরি পাওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তাঁরা টাকা দিয়েছিল। এজন্যই ওই এলাকায় চলছিল ট্রেনিং।

ঘটনা জানতে পেরে তদন্তে নামে পুলিশ। পুলিশ সমস্ত বিষয়ে তদন্ত করে জানতে পারে বালুরঘাটের তিনজন এই চক্রের মূল পান্ডা। লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাসকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও তাঁদের সঙ্গে আরও একজন রয়েছে বলে জানা যায়। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ধৃত তিন জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পুলিশের উর্দি, টুপি, মোবাইল এবং কিছু নগদ টাকা।