২১ জুলাই TMC জন সমাবেশ বন্ধ করতে জনস্বার্থ মামলা

তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ২১ জুলাই শহীদ দিবস পালনের জন্য প্রস্তুতি চলছে। জেলা জেলায় টিএমসি নেতারা কলকাতায় সমাবেশে যোগ দিতে বিপুল সংখ্যক সমর্থক জোগাড় করছেন।…

তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ২১ জুলাই শহীদ দিবস পালনের জন্য প্রস্তুতি চলছে। জেলা জেলায় টিএমসি নেতারা কলকাতায় সমাবেশে যোগ দিতে বিপুল সংখ্যক সমর্থক জোগাড় করছেন। এদিকে বাড়ছে করোনা সংক্রমণ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বাড়তে থাকা করোনা সংক্রমণের বিষয়ে রাজ্য সরকার তেমন নজর দিচ্ছে না বলে অভিযোগ। কলকাতার সংক্রমণ তীব্র বলেই পরিসংখ্যানে উঠে আসছে। তাই টিএমসির তরফে ২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি। এই মর্মে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল।

এই জনস্বার্থ মামলা করে চিকিৎসক সঞ্জীব কুমার মুখ্যোপাধ্যায়ের বক্তব্য, যেভাবে করোনার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে তাতে জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে। তেমনই পাল্লা দিয়ে বেড়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করেছে। এমত অবস্থায় ২১ জুলাই ভার্চুয়ালি করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। চিকিৎসক বলেন, যদি ২১ জুলাই করতে হয়, তাহলে কতগুলি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, মাস্ক পরে থাকতে হবে। সমাবেশের গেটে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে সকলকে।

আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। এমনটাই জানিয়েছেন আইনজীবী শমীক বাগচি এবং আইনজীবী নুর ইসলাম শেখ ।

করোনার কারণে গত দুই বছর ধরে হয়নি তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি। তাই এবছর করোনার রাশ কমতেই তোড়জোড় শুরু করেছে তৃণমূল।