East Bengal: ডার্বির আগে দুই ফুটবলারকে প্রস্থানের পথ দেখাল মশালবাহিনী

দল ভারী করার পাশাপাশি দল খালিও করতে হয়। কখনও লোনে অন্য দলে পাঠিয়ে কিংবা একেবারেই গোল্ডেন হ্যান্ডশেক করে। দুই ফুটবলারের ক্ষেত্রে দ্বিতীয় অপশন বেছে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।

Ivan Gonzalez and Pritam Kumar Singh

দল ভারী করার পাশাপাশি দল খালিও করতে হয়। কখনও লোনে অন্য দলে পাঠিয়ে কিংবা একেবারেই গোল্ডেন হ্যান্ডশেক করে। দুই ফুটবলারের ক্ষেত্রে দ্বিতীয় অপশন বেছে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। Durand Cup ফাইনালে হতে চলা ডার্বির আগে ক্লাব সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে সোশ্যাল মিডিয়া পোস্ট ।

বিদায় জানানো হল ইভান গঞ্জালেজকে। তার বিদায় নিশ্চিত সেটা আগেই জানা গিয়েছিল। ইভান নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা বলেছিলেন। ইভানের সঙ্গে বিদায় জানানো হল আরও এক ডিফেন্ডারকে, তিনি প্রীতম কুমার সিং। তা কেও ধরে রাখার ব্যাপারে আর উৎসাহী নয় দল।

   

ইস্টবেঙ্গল ক্লাব থেকে ইভান গঞ্জালেজের বিদায় হওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও এতো দিন ক্লাবের বা ফুটবলারের পক্ষ থেকে চূড়ান্ত কিছু না জানানো হচ্ছিল না বলে সমর্থকদের মনে প্রশ্ন রয়ে গিয়েছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ছিলেন ইভান নিজে। আজ ক্লাবের বার্তা। এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে ক্লাব থেকে তার প্রস্থান সংবাদ। ভিডিও বার্তায় স্প্যানিশ ডিফেন্ডার জানিয়েছেন, ইস্টবেঙ্গলের ক্লাবে তার পথ চলা শেষ হয়েছে।

এফসি গোয়ায় দুরন্ত পারফরম্যান্স করার পর কলকাতায় পা রেখেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। লাল হলুদ সমর্থকদের মধ্যেও তাকে নিয়ে তুঙ্গে উঠেছিল প্রত্যাশা। যে কোনো কারণেই হোক সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ইন্ডিয়ান সুপার লীগে খেলা অন্যতম সফল এই সেন্টার ব্যাক। লাল হলুদ জার্সি পরে ক্রমে পড়তে শুরু করেছিল তার ফর্ম। শেষে জায়গা হয়েছিল মাঠের বাইরে।

প্রীতম কুমার সিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা তেমনই। দুই দফায় লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। দু’বারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আই লীগে শিলং লাজংয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন প্রীতম। একাধিক ISL ক্লাবের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। নর্থ ইস্ট ইউনাইটেড প্রথম তাকে ইন্ডিয়ান সুপার লীগ খেলার সুযোগ দিয়েছিল। পরে ইস্টবেঙ্গল দলে নিয়েছিল মণিপুরের এই ডিফেন্ডারকে। দেশে সেরা ফুটবল টুর্নামেন্টে হতাশ করেছেন প্রীতম কুমার সিং।