HomeSports NewsKolkata24x7-এর খবরে সিলমোহর, মহিতোষকে 'বুক' করল East Bengal

Kolkata24x7-এর খবরে সিলমোহর, মহিতোষকে ‘বুক’ করল East Bengal

- Advertisement -

সত্যি হল সম্ভাবনা। ঘরোয়া লিগে খেলা মহিতোষ রায়কে ‘বুক’ করে রাখল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। পাকাপাকিভাবে সই করার দিকে এগিয়ে গেল আরও এক ধাপ।

বুক করে রাখা অর্থাৎ প্রি কনট্র্যাক্ট সাইন। কারণ সরকারিভাবে ইস্টবেঙ্গল ক্লাব এখনই কোনো ফুটবলারকে সই করতে পারবে না। স্পোর্টিং রাইট এখনও রয়েছে শ্রী সিমেন্টের হাতে। রাইট ফিরে পাওয়ার পর সরকারিভাবে সই করানো সম্ভব বলে মনে করা হচ্ছে। 

   

এ মাসের ২২ তারিখে আমরা তুলে ধরেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবের নজরে থাকা ফুটবলারদের সম্ভাব্য একটি তালিকা। খবরের কভার ছবিতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল মহিতোষকে।

এই সংক্রান্ত আরও খবর: East Bengal: লাল-হলুদ কর্তাদের নজরে রয়েছে কোন কোন ফুটবলার, দেখে নিন সম্ভাব্য তালিকা

আপাতত যা গতিবিধি তাতে এপ্রিলেই সিমেন্ট কোম্পানির বিদায় জানানোর সম্ভাবনা রয়েছে। আগামী দিনের বিনিয়োগকারী হিসেবে একাধিক নাম শোনা গিয়েছে ইতিমধ্যে। ফেব্রুয়ারির শেষের দিকে আলোচনায় ঢুকে পড়েছে বাংলাদেশের প্রসিদ্ধ সংস্থা বসুন্ধরা গ্রুপ। ভারতীয় ফুটবলে তারা লগ্নী করতে পারে বলে কানাঘুষো। বসুন্ধরার পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা ভারতীয় ফুটবলে অবদান রাখতে আগ্রহী। 

যা খবর তাতে মহিতোষ সহ কলকাতা লিগে খেলা একাধিক ফুটবলারের সঙ্গে কথা এগিয়ে রেখেছেন লাল হলুদ ক্লাব কর্তারা। আগামী দিনে দলবদলের আরও খবর মিলবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular