East Bengal: লাল-হলুদ কর্তাদের নজরে রয়েছে কোন কোন ফুটবলার, দেখে নিন সম্ভাব্য তালিকা

চর্চায় ইস্টবেঙ্গল (East Bengal)। সামনের মরশুমে শতাব্দী প্রাচীন ক্লাব কী করতে পারে সে ব্যাপারে শুরু হয়ে গিয়েছে আলোচনা। দলবদলের বাজারে ঘোরাফেরা করছে কিছু নাম, যাদের…

চর্চায় ইস্টবেঙ্গল (East Bengal)। সামনের মরশুমে শতাব্দী প্রাচীন ক্লাব কী করতে পারে সে ব্যাপারে শুরু হয়ে গিয়েছে আলোচনা। দলবদলের বাজারে ঘোরাফেরা করছে কিছু নাম, যাদের দলে নিতে পারে ইস্টবেঙ্গল। 

কিছু দিন আগেই শোনা গিয়েছিল দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ঘরোয়া ফুটবলে ভালো খেলেছেন এমন কয়েকজনকে পাখির চোখ করেছেন তাঁরা। কিছু নাম নিয়ে আলোচনা চলছে কলকাতা ময়দানে। কলকাতা লিগে ভালো খেলা এমন একাধিক ফুটবলারের নাম রয়েছে আলোচনায়। 

রেলওয়েজে খেলা শুভেন্দু মান্ডি, জর্জ টেলিগ্রাফের নবি হোসেইন, মহিতোষ রায় রাজবংশীদের নাম শোনা যাচ্ছে লাল-হলুদ অন্দরে। এছাড়াও তন্ময় ঘোষ, মনতোষ চাকলাদার-রাও কর্তাদের পছন্দের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখিত পাঁচ ফুটবলারই ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্স মেলে ধরেছিলেন। 

চলতি মরশুমে আইএসএল এর আবিষ্কার হীরা মন্ডল কলকাতা ময়দানের পরিচিত মুখ। ঘরোয়া ফুটবল খেলে শান দিয়েছেন নিজের ফুটবল দক্ষতায়। নবি, মনতোষদের মধ্যেও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ঘষামাজ করলে হয়তো আগামী দিনে উঠে আসতে পারে হীরার মতো আরও একাধিক ফুটবলার।