অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC )। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। তারপর টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আসে জয়। সেই নিয়ে কার্যত খুশির আবহ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেটা ধরা সম্ভব হয়নি সামাদ আলি মল্লিকদের। পরবর্তী ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর থেকে একের পর এক ম্যাচ খেলে ও জয়ের সরণিতে ফিরতে পারেনি মহামেডান।
Also Read | কেরালাকে হারিয়ে তিন পয়েন্ট পেতে মরিয়া স্টেফান সাপিচ
সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ফ্রাঙ্কা থেকে শুরু করে অ্যালেক্সিস গোমেজদের। আগামী ৯ই নভেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের দ্বিতীয় ডার্বি খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে অস্কার ব্রুজনের শক্তিশালী ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সাদা-কালো ব্রিগেড। কিন্তু লড়াইটা যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন সকলে। চলতি আইএসএল ইস্টবেঙ্গল ছন্দে না থাকলেও সপ্তাহ কয়েক আগেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
Also Read | ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে, টানা দুই ম্যাচ জিতে কী বললেন মানোলো?
সেই সুবাদে আগামী মার্চ মাসে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলবে মশাল ব্রিগেড। এই আন্তর্জাতিক টুর্নামেন্টের পারফরম্যান্সকে হাতিয়ার করেই ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে দিমিত্রিওস ডায়মান্তাকস থেকে শুরু করে মাদিহ তালাল কিংবা আনোয়ার আলির মতো ফুটবলারদের পাল্লা দেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ মাকান চোটেদের। এই পরিস্থিতিতে নিজেদের রক্ষণভাগেই বাড়তি নজর দিচ্ছেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। যতদূর জানা গিয়েছে, আসন্ন ডার্বি ম্যাচের জন্য ফ্লোরেন্ট ওগিয়ারকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে চেরনিশভের।
Also Read | ইস্টবেঙ্গল ক্লাব মিউজিয়াম পরিদর্শন ব্যারেটোর, খোঁচা পড়শি ক্লাবের
তবে শুধুমাত্র রক্ষণভাগ নয়। দলের অনুশীলনে সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি পাসিং ফুটবলের দিকে ও বাড়তি নজর দিচ্ছেন এই রাশিয়ান কোচ। কিন্তু শেষ পর্যন্ত আদৌও চূড়ান্ত সাফল্য আসে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের।