এসসি ইস্টবেঙ্গল নিয়ে ISL’র ভাইরাল 

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মাঠের লড়াইতে ১৬ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে শুধু জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। ৭ ম্যাচ,৮ ম্যাচে হারের মুখ দেখে ১০ পয়েন্ট…

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মাঠের লড়াইতে ১৬ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে শুধু জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। ৭ ম্যাচ,৮ ম্যাচে হারের মুখ দেখে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে,গোল পার্থক্যে (-১৫)। কিন্তু তাতে কি?মাঠের বাইরে ফিফা অকসন ফেব্রুয়ারি ১৪ তারিখের হিসেবে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে এসসি ইস্টবেঙ্গল।

Advertisements

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল গত ISL সেশনের দুই ডার্বি ম্যাচ এবং চলতি মরসুমের দুই ডার্বি ম্যাচ এবং ১৯ জানুয়ারি ২০২০ আই লিগের ডার্বি ম্যাচ মোট ৫ ডার্বি ম্যাচ জিতেছে লাল হলুদ ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান। মহাডার্বির রঙ সবুজ মেরুন হলেও ফিফা২০২২ ক্রমতালিকাতে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান লাস্ট বয়।

বিজ্ঞাপন

এসসি ইস্টবেঙ্গল ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।এফসি গোয়ার বিরুদ্ধে শুধু জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচ,৮ ম্যাচে হারের মুখ দেখে গোল পার্থক্যে ৩৫ নিয়ে টপার।

আর সবুজ মেরুন ব্রিগেড ১৫ ম্যাচে তিন পয়েন্ট। এই নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের টুইট পোস্ট হল,”@sc_eastbengal মাঠের বাইরের যুদ্ধে আধিপত্য বিস্তার করছে, 2️⃣ গেম হাতে নিয়ে #eISL টেবিলের শীর্ষে রয়েছে! 🎮💥

#FIFA22 @EASPORTSFIFA “

ওডিশা এফসি’র (Odisha FC) বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) নিজেদের শেষ ম্যাচে। হীরা মণ্ডলের গোললাইন সেভ কাজে আসেনি।লাল হলুদ শিবিরের পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি শনিবার, মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে, ফতোর্দারPJN স্টেডিয়ামে।