ISL: ব্রাইট প্রসঙ্গে শোনা যাচ্ছে নতুন তথ্য

দলবদলের (ISL) সময় ভেসে আসে নানান তথ্য কিংবা গল্প। সম্প্রতি ফের চর্চায় ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। শোনা যাচ্ছে এক সময় এবারের ইন্ডিয়ান সুপার লিগে তাঁর…

দলবদলের (ISL) সময় ভেসে আসে নানান তথ্য কিংবা গল্প। সম্প্রতি ফের চর্চায় ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। শোনা যাচ্ছে এক সময় এবারের ইন্ডিয়ান সুপার লিগে তাঁর খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। 

ইস্টবেঙ্গলের জার্সিতে অল্প দিনেই ফুটবল প্রেমীদের মন জয় করেছিলেন নাইজেরিয়ার ব্রাইট এনোবাখারে। লাল হলুদ জার্সিতে ১৫ ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন চার গোল। গোল সংখ্যা বেশি না হলেও সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা ছিল । ২০২২ ইন্ডিয়ান সুপার লিগেও ব্রাইট প্রিয় দলে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। শেষ পর্যন্ত সেটা হয়নি। 

   

ইস্টবেঙ্গল ছাড়াও লিগের অন্য ক্লাবের ভাবনাতেও সে ব্রাইটের নাম ছিল তা বলাই বাহুল্য। এটিকে মোহন বাগানের নামও শোনা গিয়েছিল এক সময়। 

জানা যাচ্ছে, ভালস্কিজকে দলে নেওয়ার আগে ব্রাইটকে সই করাতে চেয়েছিলেন চেন্নাইয়ান এফসির কর্তারা। জানুয়ারিতে এই চেষ্টা করা হয়েছিল বলে খবর। 

এনোবাখারের ফুটবল দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও তাঁর ফিটনেস প্রসঙ্গে চিন্তা বা আশঙ্কার অবকাশ ছিলই। কারণ ইস্টবেঙ্গলে খেলে যাওয়ার পর আর খুব বেশি ম্যাচে মাঠে নামেননি তিনি। ২০২১ সালে কভেন্ট্রি সিটিতে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। ২০২২ সালে এখনও পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ। গোল পাননি।