ভূমিপুত্রকে দলে নিয়ে উৎসাহী ISL- এর এই দল

Chennaiyin FC sign local lad Ajith Kumar

নতুন মাসের মরসুমে নতুনভাবে আত্মপ্রকাশ করবে চেন্নাইয়ান ফুটবল ক্লাব (chennaiyin FC)। তারকা ফুটবল যেমন স্কোয়াডে রয়েছেন, তেমনই এক ঝাঁক উঠতি ফুটবলারকে দলে নিয়েছে ক্লাব। সব মিলিয়ে স্কোয়াডে প্রতিভার অভাব নেই।

Advertisements

তরুণ প্রতিভা অজিত কুমারকে দলে নিয়েছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। অজিত চেন্নাইয়েরই ছেলে। বিগত বছর দুই ছিলেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। সেখান থেকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে সিএফসি। ভূমিপুত্রকে দলে নিয়ে উচ্ছ্বসিত চেন্নাইয়ান ফুটবল ক্লাব ম্যানেজমেন্ট।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবের অন্যতম কর্নধার ভিতা দানি বলেছেন, “চেন্নাইয়ের সন্তানকে চেন্নাইয়ের দলের ফেরানোর ব্যাপারে আমরা সব সময় উৎসাহী। অজিত কুমার তেমনই একজন, যাকে দলে নিতে পেরে আমরা খুশি।”

২৫ বছর বয়সী অজিত মূলত লেফট ব্যাকের ফুটবলার। গত মরসুমে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন তেরোটি আইএসএল ম্যাচ। এছাড়াও এএফসি কাপে চারটি ম্যাচে এবং ডুরান্ড কাপের ম্যাচে তিনি খেলেছিলেন।

Advertisements

অজিতের পেশাদার ফুটবল কেরিয়ার চেন্নাই থেকেই শুরু হয়েছিল। ২০১৮ সালে আই লিগের ক্লাব চেন্নাই সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কুড়িটি ম্যাচ খেলেছিলেন তাদের হয়ে। প্রথমবার আই লিগ সেরা হয়েছিল চেন্নাই সিটি।

ঘরের মাঠে ফিরে তিনি বলছেন, “চেন্নাইয়ে ফিরে খুব ভালো লাগছে। তবে এবার এসেছি চেন্নাইয়ান ফুটবল ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে। ঘরের মাঠের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”