গত মাসের শেষের দিকে যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের দ্বিতীয় লেগের মরন বাঁচন ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। নির্ধারিত সময়ের শেষে ৫-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সার্জিও লোবেরার ওডিশা।
বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ৪ গোলে জয় পেয়েছিল বাগান ব্রিগেড। একদিকে এই ম্যাচ যেমন বদলার ম্যাচ ছিল ওডিশার কাছে অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয় ফেরার ম্যাচ ছিল ফেরেন্দোর কাছে। বলতে গেলে এবার বদলা নিলেন লোবেরা। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচের শেষ হাসি হাসলেন এই স্প্যানিশ কোচ। সবুজ-মেরুনের পুরোনো তারকা রয় কৃষ্ণার হাত ধরেই সমতায় ফেরে গতবারের সুপার কাপ জয়ী দল। পরবর্তীতে দিয়াগো মরিসিও, থেকে শুরু করে অনিকেত যাদবদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে মোহনবাগান। ম্যাচের শুরুতে মরোক্কান তারকা হুগো বুমোসের গোলে সবুজ-মেরুন শিবির এগিয়ে গেলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি।
যারফলে, এএফসি কাপের স্বপ্ন চূর্ন হয়ে যায় ময়দানের এই প্রধানের। একটা সময় যাদের এএফসি কাপের অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল তারাই ছিটকে যায় এক ম্যাচ বাকি থাকার মধ্যেই। এছাড়াও অজি তারকা দিমিত্রি পেট্রতোসের না থাকার সুযোগকেই কাজে লাগায় ওডিশা এফসি। অন্যদিকে, এই তারকা না থাকায় শুরু থেকেই যথেষ্ট চাপ ছিল সকলের মধ্যে। তবে হুগো বুমোসের গোলে ম্যাচের শুরুটা ভালো হলেও সময় এগোনোর সাথে সাথে টুর্নামেন্টের লড়াইয়ে ফিরে আসে ওডিশা এফসি। উল্লেখ্য, প্রথম লেগের মতো এই লেগে ও ফেরেন্দোর কাছে সহজতম ম্যাচ হিসেবে বিবেচিত হলেও শেষ মুহূর্তে এসে সবকিছু বদলে দেন সার্জিও লোবেরা।
এসবের মাঝেই এবার আজ যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে ফের ওডিশা এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। এক কথায় বলতে গেলে এবার বদলার লড়াই মেরিনার্সদের। গত টুর্নামেন্টের হতাশা ভুলে এবার ওডিশা বধ করতে যথেষ্ট তৎপর ফেরেন্দো।