Glan Martins: সবুজ-মেরুনের এই তারকার দিকে নজর আইএসএলের দুই ফুটবল দলের

এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই বারংবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বাগান তারকা গ্লেন মার্টিনসকে (Glan Martins)। সময় যত এগিয়েছে ততই যেন সমর্থকদের কাছে অপ্রিয়…

Glan Martins

এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই বারংবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বাগান তারকা গ্লেন মার্টিনসকে (Glan Martins)। সময় যত এগিয়েছে ততই যেন সমর্থকদের কাছে অপ্রিয় হয়ে উঠছেন এই গোয়ান ফুটবলার। তবে বাগান কোচ হুয়ান ফেরেন্দো প্রত্যেক ম্যাচে তাকে সুযোগ দিলেও নিজের নামের প্রতি সুবিচার করতে যেন ব্যর্থ থেকেছেন সবুজ-মেরুনের এই ফুটবলার।

এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি এই তরুণ ফুটবলারকে রিলিজ করতে চলেছে কলকাতার এই প্রধান। যা নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিল অনেকে। তবে পরবর্তীতে শোনা যায় যে এই গোয়ান ফুটবলারকে নাকি এখনি ছাড়ার কথা ভাবছে না মোহনবাগান। আগত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি না পেলে হয়ত মোহনবাগানেই থেকে যাবেন এই গোয়ান ফুটবলার।

Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

যা নিয়ে খুব একটা খুশি নন বাগান জনতা। তবে এবার গ্লেন মার্টিনসকে নিয়ে সামনে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, সবুজ-মেরুনের এই তরুণ ফুটবলারকে নিয়ে নাকি যথেষ্ট উৎসাহ রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দুই ফুটবল দলের। যাদের মধ্যে রয়েছে স্কট কুপারের জামশেদপুর এফসি। এবং হিতেশ শর্মাদের হায়দরাবাদ এফসি। হ্যাঁ। সব ঠিকঠাক থাকলে আগত ট্রান্সফার উইন্ডোতে এই দুই দলের মধ্যেই যেকোন একটি দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তরুণ ভারতীয় তারকাকে।

East Bengal: নিজেদের ভাগ্য নিজেরা বদলেছি: ইস্টবেঙ্গলের ‘প্রফেসর’

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি কাপের মতো টুর্নামেন্টে ও ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ছিল মেরিনার্সদের। তবে সেই আশা পূরন হয়নি। এবার আইএসএলের লিগ শিল্ডের দিকেই বাড়তি নজর ময়দানের এই প্রধানের।