Weather: ‘শীতকাল কবে আসবে সুপর্ণা’…হাওয়ার খবরে বলল তারিখ

Weather: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে না পড়লেও বহু জেলায় আগামী ৮ তারিখ পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। বুধবার অর্থাৎ ৬ তারিখ ও বৃহস্পতিবার ৭…

Winter Update of West Bengal

Weather: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে না পড়লেও বহু জেলায় আগামী ৮ তারিখ পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। বুধবার অর্থাৎ ৬ তারিখ ও বৃহস্পতিবার ৭ তারিখ একাধিক জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, ডিসেম্বর মাসেও শীতের দেখা নেই। তবে শীত পড়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবারের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা. উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়।

বুধবার উত্তরবঙ্গের ২ টি জেলায় মূলত বর্ষণের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের আবহাওয়া থাকবে শুষ্ক। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শহরের তাপমাত্রা উর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। বুধের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। পূর্বাভাস বলছে, ৮ ডিসেম্বরের পর থেকে অনেকটাই কমবে বর্ষণের প্রভাব।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৭ তারিখের পর কমবে সাইক্লোন মিগজাউমের প্রভাব। ফলে রাজ্যে অবাধে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। ফলে তাপমাত্রার পারদ কমবে। ফলত, ৮ ডিসেম্বরের পর থেকে রাজ্যে শীত অনুভূত হতে চলেছে।