ISL Season: কবে থেকে শুরু হবে আইএসএল? জানুন

হিরো আইএসএল (ISL) মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে গত সুপার কাপের পর থেকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দলগুলো যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে।

ISL Season nita ambani

হিরো আইএসএল (ISL) মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে গত সুপার কাপের পর থেকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দলগুলো যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মাঠে নামে মোহনবাগান সুপারজায়ান্টস দল।

এছাড়াও ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে চেন্নাই, গোয়া থেকে শুরু করে নর্থইস্ট ও কেরালা ব্লাস্টার্সের মতো দল। সকলের থেকে দেরিতে পাঞ্জাব এফসি নিজেদের কাজ শুরু করলেও চমক দিতে ভোলেনি এই ফুটবল দল। নতুন মরশুমের কথা মাথায় রেখে কেউ নয়া স্ট্রাইকার চূড়ান্ত করে তো কেউ দলে টানে শক্তিশালী ডিফেন্ডার কিংবা মাঠ মাঠের তারকা ফুটবলারদের। আবার নতুন করে দলকে ঢেলে সাজানোই প্রধান লক্ষ্য হয়ে ওঠে ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেডের মতো দলগুলির।

উল্লেখ্য, নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ কুয়াদ্রাতকে দুই বছরের চুক্তিতে চূড়ান্ত করে ইমামি ম্যানেজমেন্ট। তারপর থেকেই দেশি ও বিদেশি ফুটবলারদের নেওয়া শুরু করে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে দেশিয় ফুটবলারদের মধ্যে সবার আগে চূড়ান্ত করা হয় ওডিশা এফসির ট্রফি জয়ের অন্যতম নায়ক নন্দকুমার শেখরকে। তারপর এডুইন সিডনি ভান্সপল থেকে শুরু করে নিশু কুমার, মন্দাররাও দেশাই, প্রভসুখান সিং গিল সহ বহু যুদ্ধের নায়ক তথা হরমনজোত সিং খাবরাকে নেওয়া হয় দলে। পাশাপাশি নয়া স্প্যানিশ কোচের কথা মেনে বিদেশি ফুটবলারদের মধ্যে জাভিয়ের সিভেরিও টোরো, সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, জর্ডন এলসি ও পার্দো লুকাসকে আনে লাল-হলুদ শিবির।

অন্যদিকে, হুয়ান ফেরেন্দোর কথা মেনে মোহনবাগান দলে আনা হয় অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা তারকা আর্মান্দো সাদিকু ও ডিফেন্স জমাট করতে আনা হয় হেক্টর ইউৎসেকে। সেইসাথে ভারতীয় ফুটবলারদের মধ্যে সাহাল আবদুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা ও আনোয়ার আলির মতো তারকাদের দলে টানে মোহনবাগান ব্রিগেড। এই পদ্ধতিতেই দল সাজাতে থাকে নর্থইস্ট সহ অন্যান্য দলগুলি।

বর্তমানে দলবদলের বাজার থেকে খেলোয়াড় চূড়ান্ত করার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তের কাজ চালাচ্ছে দলগুলি। তবে অনেক আগেই খেলোয়াড় নির্বাচন করে প্রি-সিজেন করে টুর্নামেন্টে নেমে পড়েছে কলকাতার দুই প্রধান সহ মুম্বাই ও ওডিশার মতো দলগুলি। তবে সকলের প্রশ্ন ছিল যে ঠিক কবে থেকে শুরু হতে পারে হিরো আইএসএলের নতুন মরশুম? এক্ষেত্রে উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে দেশের এই জনপ্রিয় ফুটবল লিগ। সব ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে সময় সূচি।