Home Sports News ISL: জয় দিয়ে আইএসএল শেষ ক‍রতে চাইছে SC East Bengal

ISL: জয় দিয়ে আইএসএল শেষ ক‍রতে চাইছে SC East Bengal

SC East Bengal wants to finish ISL with victory

গোটা আইএসএল (ISL) মরশুম’টা কার্যত বিভীষিকা’র ন‍্যায় কেটেছে এস সি ইস্টবেঙ্গলের।এমনিতেই এবারের আইএসএলের শেষ ম‍্যাচ’টা কার্যত নিয়মরক্ষার হয়ে দাড়িয়েছে লাল হলুদের কাছে।লিগের লাস্টবয়’টা হওয়া’টা একেবারে নিশ্চিত, তবুও শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম‍্যাচ’টা জয়ের মধ্যে দিয়ে শেষ করতে চাইছে রিভেরার ছেলেরা।

Advertisements

গোটা মরশুম’টা লাল হলুদ সমর্থক’রা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন।দলের একের পর এক হারে বিধ্বস্ত হয়েছে তারা’ও।তাই শেষ ম‍্যাচে জিতলে একটা ইতিবাচক বার্তা দেওয়া যাবে তাদের।

   
SC East Bengal
গোল করার পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস।

সমর্থক’দের শেষ ম‍্যাচে জয় উপহার দিতে চাইলেও ইস্টবেঙ্গলের পকেট চোট – আঘাতে জর্জরিত।গোটা মরশুম জুড়ে নজরকাড়া ফুটবল খেলা হীরা মন্ডল বর্তমানে কলকাতায়,নাকের হাড় ভাঙায় অস্ত্রোপচার করা হয়েছে তার।সিডোয়েল ঠিকঠাক চলতে পারছেন না,পুরো ম‍্যাচ খেলার সম্ভাবনা নেই রিবেইরো।চোট পেয়েছেন রাহুল পাসোয়ান।স্প‍্যানিশ মিডফিল্ডার সোতা’র ও খেলার সম্ভাবনা কম,তার কব্জিতে চোট, যদিও তাকে প্রথম ম‍্যাচে খেলানোর মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।

এই মরশুমের আইএসএলের শেষ ম‍্যাচে খেলতে নামার আগে সমর্থক’দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ রিভেইরা। তার বক্তব্য, ” সমর্থক’দের কাছে ক্ষমা চাইছি।যে ফলাফল আশা করেছিলাম,তা করতে পারেনি।তবে প্রতি ম‍্যাচে লড়াই চালিয়েছি সাধ‍্যমতো।আশা করি সমর্থক’রা গর্বিত হবে এক্ষেত্রে।”

তবে শেষ কয়েকটি ম‍্যাচে দল যথেষ্ট উন্নতি করেছে বলেই মনে করেন ইস্টবেঙ্গল কোচ, ” দলের খেলা গর্বিত করেছে আমাকে।দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ফুটবলার’দের মধ্যে উন্নতি দেখতে পেয়েছি।আশা করি শেষ ম‍্যাচ জিতে লিগ অভিযান শেষ করবো।” শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হতে চলেছে এস সি ইস্টবেঙ্গল।

Advertisements