ISL: শক্তিশালী বেঙ্গালুরুর বিপক্ষে কেমন একাদশ নামাতে পারেন ফেরেন্দো? জানুন

আজ বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচে (ISL) বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। গতবছর সুনীল ছেত্রীর এই দলকে হারিয়েই আইএসএল খেতাব নিজেদের ঘরে…

Mohun Bagan

আজ বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচে (ISL) বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। গতবছর সুনীল ছেত্রীর এই দলকে হারিয়েই আইএসএল খেতাব নিজেদের ঘরে তুলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাই আজকের ম্যাচ ও যে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

তবে এবারের এই ম্যাচে ও প্রতিপক্ষ দলের থেকে অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পেতে চলেছে কলকাতার এই প্রধান। যার অন্যতম কারন হল বেঙ্গালুরু দলের অধিনায়ক তথা সুনীল ছেত্রীর অনুপস্থিতি। এবারের এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে, আজকের এই ম্যাচে ও তাকে পাবে না সাইমনের বেঙ্গালুরু।

   

এছাড়াও প্রথম ম্যাচের কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরতে চলেছেন অনিরুদ্ধ থাপা। তার উপস্থিতি দলের ক্ষেত্রে যে বাড়তি শক্তি জোগাবে তা বলাই চলে। উল্লেখ্য, গত ম্যাচে গ্লেন মার্টিনসের উপর কোচ ভরসা রাখলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি এই তারকা ফুটবলার। যারফলে, আজকের একাদশে যে আর এই গোয়ান তারকাকে রাখা হবে না, তা বলাই চলে। তাই স্বাভাবিকভাবেই একাদশে ফিরবেন ভারতীয় দলের দাপুটে তারকা অনিরুদ্ধ থাপা। এছাড়াও কিছুটা হলেও অপরিবর্তিত থাকতে পারে দলের একাদশ।

স্বাভাবিকভাবেই আজ গোলে থাকতে পারেন বিশাল কাইথ। এছাড়াও দলের রক্ষনভাগে থাকতে পারেন যথাক্রমে আনোয়ার আলী, হ্যামিল ও হেক্টর ইয়ুৎসে। পাশাপাশি দলের দুই উইং ব্যাকে সামাল দেওয়ার ক্ষেত্রে থাকতে পারেন আশিষ রাই ও শুভাশিস বসু। মাঝমাঠে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ ও মার্টিনসের বদলে আসতে পারেন অনিরুদ্ধ থাপা। এছাড়াও আক্রমণভাগে বিশেষত দুই উইংয়ে থাকতে পারেন দিমিত্রি পেট্রাতোস ও লিস্টন কোলাসো। এছাড়াও সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন জেসন কামিন্স। পরবর্তীতে প্রয়োজনে মাঠে নামতে পারেন সাদিকু।