ISL: কীভাবে বাড়িতে বসেই কাটবেন ডার্বির টিকিট, জেনে নিন

২ বছর পর ISL-এর ডার্বি আয়োজিত হচ্ছে কলকাতায়। ফলে এই ম্যাচ নিয়ে উত্তেজনা সাধারণ ম্যাচের থেকে অনেক বেশি। এবারের ডার্বির আয়োজক ATK মোহনবাগান। দুই দলই…

Derby Match

২ বছর পর ISL-এর ডার্বি আয়োজিত হচ্ছে কলকাতায়। ফলে এই ম্যাচ নিয়ে উত্তেজনা সাধারণ ম্যাচের থেকে অনেক বেশি। এবারের ডার্বির আয়োজক ATK মোহনবাগান। দুই দলই ডার্বির আগে তাদের শেষ ম্যাচে জিতেছে। ফলে মনোবল তুঙ্গে থাকবে। গত পাঁচটা ডার্বিতে হেরেছে ইস্টবেঙ্গল, ফলে এবার প্রত্যাবর্তনের লক্ষ্য। এই মরশুমে ডার্বিতে জিতে হারের ধারা ভাঙাই লক্ষ্য।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লাল হলুদ যেই ম্যাচ খেলেছে সেটাই ডার্বিতে খেলতে পারলে ম্যাচ জিতে যাবে বলে আশা করা হচ্ছে। তবে ডার্বির আগে ATK মোহনবাগানকে ভাবাচ্ছে সমর্থকদের বিক্ষোভ। ক্লাবের নামের আগে থেকে ATK সরানোর দাবি নতুন করে তুলছেন সমর্থকরা। এই পরিস্থিতিতেই এবার ডার্বির টিকিট বিক্রি শুরু হল। অনলাইন ও অফলাইন দুটো মাধ্যমেই মিলবে টিকিট।

ম্যাচের টিকিটের দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে যে সকল গ্যালারির টিকিট ছাড়া হয়েছে তার মধ্যে C1 গ্যালরির সমগ্র টিকিটের দাম ১০০ টাকা। C2 গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। এছাড়াও ভিআইপি গ্যালারি A2 এর দাম ৪৯৯ টাকা রাখা হয়েছে।

আয়োজক দল ATK মোহনবাগান তাদের সমর্থকদের জন্য বাঁদিকের A1, বাঁদিকের A2, B1, B2, B3, ডানদিকের C1, ডান দিকের C2, ডান দিকের C3 ব্লকের টিকিটের ব্যবস্থা করেছে। ইস্টবেঙ্গলের জন্য রাখা হয়েছে ডানদিকের A1, ডানদিকের A2, D1, D2, D3, বাঁদিকের C1, বাঁদিকের C2, বাঁদিকের C3 ব্লকের টিকিট।