ISL: দলবদলের বাজারে হল বড় কোচ বদল

জল্পনা সত্যি হল। ভারত ছাড়লেন ওয়েন কয়েল। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পরিবর্তে তিনি দায়িত্ব নিচ্ছেন স্কটল্যান্ডের একটি ক্লাবের। ১ জুন থেকে ওয়েন কয়েল কোচের পদ গ্রহণ করবেন বলে জানিয়েছে কুইন্স পার্ক। 

কুইন্স পার্ক বর্তমানে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। টুর্নামেন্টের প্লে অফের লড়াইয়ে রয়েছে দল। আগামী মরশুমে SPFL Championship এর কথা ভেবে এই অভিজ্ঞ কোচকে নিযুক্ত করেছে স্কটিশ ক্লাবটি।

   

ওয়েন কয়েল বলেছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগে দারুণ সময় কেটেছে আমার। কিন্তু এবার আমার ঘরে ফেরার সময় হয়েছে। কুইন্স পার্কে যোগ দিতে পেরে আমি উৎফুল্ল।’ 

‘যে লক্ষ্য নিয়ে ক্লাব এগিয়ে চলেছে তাতে আমি মুগ্ধ। কুইন্স পার্ক দলের শরীরী ভাষা আমাকে আকর্ষণ করেছে। স্কোয়াডে দুর্দান্ত কিছু প্রতিভা রয়েছে। তাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওয়েনের। ভারতে কোচিং করতে আসার আগে তাঁর অভিজ্ঞতার ঝুলিতে ছিল স্কটল্যান্ড, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে কোচিং করানোর অভিজ্ঞতা। তাঁর হাত ধরেই একসময় বার্নলে উত্তীর্ণ হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন