Rampurhat Massacre: গণহত্যার সূত্র সংগ্রহে সিবিআই, মঞ্চ থেকে ভোটের কথা শুভেন্দুর

ল্যাংচা খেয়ে ভয়াবহ গণহত্যার (Rampurhat massacre) ঘটনাস্থলে গেছিলেন বিরোধী দলের বিধায়করা। ল্যাংচা বিতর্কে মুখ পুড়িয়ে এবার আরও বিতর্কে বিজেপি। অভিযোগ, সিবিআই তদন্তকে প্রভাবিত করতে রামপুরহাটে…

Bjp political program in Rampurhat created controversy

ল্যাংচা খেয়ে ভয়াবহ গণহত্যার (Rampurhat massacre) ঘটনাস্থলে গেছিলেন বিরোধী দলের বিধায়করা। ল্যাংচা বিতর্কে মুখ পুড়িয়ে এবার আরও বিতর্কে বিজেপি। অভিযোগ, সিবিআই তদন্তকে প্রভাবিত করতে রামপুরহাটে ধর্না মঞ্চ করেছে বিজেপি।

বীরভূমে পৌঁছে সিবিআই গোয়েন্দারা বগটুই গ্রামে গিয়ে তদন্ত করছেন। গত সোমবার এই গ্রামে গণহত্যা সংঘঠিত হয়েছে। তৃ়ণমূল কংগ্রেসের দশ সংখ্যালঘু সমর্থককে (সরকারি হিসেবে ৮ জন) খুন করে দলেরই অপর গোষ্ঠী।

রামপুরহাটের বগটুইতে গণহত্যার ‘সুরাগ'(সূত্র) খুঁজছে সিবিআই। আর রামপুরহাটেই বিজেপি শুরু করেছে ধর্না আন্দোলন। তার আগে মিছিল করা হয়।
রামপুরহাটের মঞ্চ থেকে বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তৃ়ণমূল কংগ্রেসের এমন ভূমিকায় এবার বীরভূমের মাটিতে বিজেপির ভোট জয় কেউ আটকাতে পারবে না।

বিরোধী দলনেতা কি সিবিআই তদন্তকে প্র়বাবিত করছেন? কেন তদন্ত চলার সময় রামপুরহাটেই বিজেপির ধর্না মঞ্চ হলো? এমন সব প্রশ্নে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে।

তাৎপর্যপূর্ণ, বীরভূমে বিজেপি অস্তিত্বহীন। এই জেলায় তাদের কোনও বিধায়ক নেই। এমনকি সর্বশেষ পুরসভা ভোটে বিজেপি এখানে বিলীন হয়ে গেছে। সবকটি পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে। তবে রামপুরহাট পুরসভার একটি ওয়ার্ড সিপিআইএমের দখলে। পুরো জেলায় তৃ়ণমূল কংগ্রেস বনাম সিপিআইএমের ভোট লড়াই হয়েছে।

এমনই প্রায় সংগঠনশূন্য বীরভূম জেলায় বিজেপির ধর্নামঞ্চ ঘিরে বিতর্ক জমাট হচ্ছে। তদন্ত চলাকালীন কেন ধর্না ও মিছিল তা নিয়েও জেলা তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে প্রশ্ন।

তদন্তের সময় সিপিআইএম কোনও রাজনৈতিক কর্মসূচি নেয়নি। অথচ বিজেপি নিল তেমন অবস্থান। এ নিয়েও চর্চা শুরু হয়েছে।