গুরুতর চোটের কবলে আরও এক ISL তারকা!

adrian luna

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এর চলতি মরসুমে বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি। পাঞ্জাব এফসি এখনও আইএসএলে জয়ের সন্ধানে রয়েছে। প্রতিযোগিতার ইতিহাসে এর আগে কোনও ক্লাবকে প্রথম জয় নিশ্চিত করার জন্য এতটা সময় অপেক্ষা করতে হয়নি।

আরও পড়ুন : Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ 

   

তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে তারা এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি ম্যাচ ড্র করেছে। দেশের শীর্ষ স্তরের টুর্নামেন্টের প্রথম বছরটি স্টাইকোস ভার্জিটিসের কোচিংয়ে থাকা দলের জন্য যে খুব একটা মসৃণ হবে সেটা আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে তারা অনেক উন্নত দলের সমকক্ষ হতে সক্ষম হয়েছে। তাদের যা অভাব ছিল তা হল ফিনিশিং টাচ। আক্রমণ তৈরি করলেও গোল করতে পারছিল না তারা।

আরও পড়ুন : Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা 

ম্যাচের আগে কেরালা ব্লাস্টার্স এফসিও নতুন করে সমস্যার সম্মুখীন হয়েছে। রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে ফের শাস্তি পেয়েছেন দলের কোচ ইভান ভুকামানোভিক। সেই সঙ্গে দলের নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার আদ্রিয়ান লুনাকে নিয়ে সংশয় রয়েছে। তার চোট কতটা গুরুতর সেটা এখনো স্পষ্ট নয়। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে লুনার অস্ত্রোপচার করা হতে পারে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই লুনার সত্যি অস্ত্রোপচার হবে কি না সেটা নিশ্চিত নয়। তবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে তাকে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। অনুশীলন করার সময় চোট পেয়েছেন বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন