ISL : নতুন চুক্তিপত্র হাতে পেলেন মোহনবাগানে খেলা ফুটবলার

আরও এক বছর দীর্ঘায়িত হল চুক্তি। আগামী মরশুমে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেডেই থাকছেন ভারতীয় ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার। এক সময় যায় হাতে উঠেছিল মোহনবাগানের অধিনায়কের আর্মব্যন্ড।…

short-samachar

আরও এক বছর দীর্ঘায়িত হল চুক্তি। আগামী মরশুমে (ISL) নর্থ ইস্ট ইউনাইটেডেই থাকছেন ভারতীয় ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার। এক সময় যায় হাতে উঠেছিল মোহনবাগানের অধিনায়কের আর্মব্যন্ড।

   

বৃহস্পতিবারের খবর, গুরজিন্দর কুমারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। আরও এক বছর তিনি থাকবেন ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবে।

ISL
তখন মোহনবাগানে ছিলেন গুরজিন্দর কুমার।

একত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। যার মধ্যে অন্যতম মোহনবাগান। ২০১৭-২০২০ পর্যন্ত ছিলেন সবুজ মেরুন শিবিরে। বেশ কিছু ম্যাচে নজর কেড়েছিলেন। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছিল হাতে। জিতেছিলেন কলকাতা ফুটবল লিগ।

পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পুনে সিটির হয়ে। আশিটির বেশি ম্যাচের অংশ নিয়েছিলেন এই দলের দলে। সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে সালগাওকারেও ছিলেন কিছুকাল। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডে রয়েছেন ধারাবাহিকভাবে।