Tollywood Updates: মিঠাই নয় সিঁকে ছিড়ল ফুলঝুরির ভাগ্যে

চিত্রাট্যে (Bengali serial) বদল এলেও বদলালোনা ভাগ্য। আরও একবার হাতছাড়া সিংহাসন। টানা কয়েক সপ্তাহ প্রথম পাঁচে থাকার পরে ৮.১ পেয়ে শীর্ষে ‘ধুলোকণা’। এর আগে লীনার…

mithai-Vs-Fuljhuri

চিত্রাট্যে (Bengali serial) বদল এলেও বদলালোনা ভাগ্য। আরও একবার হাতছাড়া সিংহাসন। টানা কয়েক সপ্তাহ প্রথম পাঁচে থাকার পরে ৮.১ পেয়ে শীর্ষে ‘ধুলোকণা’। এর আগে লীনার ‘মোহর’, ‘খড়কুটো’ দীর্ঘ সময় ধরে একছত্র রাজত্ব চালিয়েছে রেটিং চার্টে। তার পর সেই সিংহাসনে অনেক দিন ছিল ‘মিঠাই’।

অজয় দেবগনের দাবি রাষ্ট্রভাষা হিন্দি, তীব্র প্রতিবাদ দক্ষিণ ভারতে

কাহিনি-চিত্রনাট্যকার লীনার সিগনেচার, তিনি পরিবারের গল্প বলতে ভালবাসেন। এই ধারাবাহিকও তার ব্যতিক্রম নয়। শুরু থেকে ফুলঝুরি-লালন-চড়ুইয়ের ত্রিকোণ প্রেম পছন্দ করেছেন দর্শক।

সৌরভ দাসের সঙ্গে মধুমিতার ‘সম্পর্ক’ কি বলছেন প্রাক্তন স্বামী

প্রতি সপ্তাহেই ধারাবাহিকের টিআরপি তালিকায়ে থাকে বেশ কিছু চমক। তবে এক নম্বরে অধিকাংশ দিনই জায়গা করে নেয় গাঁটছড়া অথবা মিঠাই। কিন্তু এবার সেই ধারা বজায় থাকল না। এই দুই ধারাবাহিককে পিছনে ফেলে দিল লালন ও ফুলঝুড়ি। দুই নম্বরে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার মিঠাই। দুটিরই রেটিং পয়েন্ট ৮। তিন নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক গৌরী এলো। এর রেটিং পয়েন্ট ৭.৯। এর পরেই অর্থাৎ চার নম্বরে রয়েছে স্টার জলসার আলতা ফড়িং যার রেটিং পয়েন্ট ৭.৭।