ISL Final: অমল দত্তের জন্মদিন স্মরণীয় করতে পারলেন না হাবাস

ত্রিমুকুট জিতে লোপেজ হাবাস স্মরণীয় করে রাখতে পারতেন অমল দত্তের জন্মদিন। ৪ মে কিংবদন্তি ডায়মন্ড কোচের জন্মদিন। আজকেই ছিল ফাইনাল (ISL Final) ম্যাচ। হেরে গেল…

Antonio Lopez Habas Amal Dutt's Birthday

ত্রিমুকুট জিতে লোপেজ হাবাস স্মরণীয় করে রাখতে পারতেন অমল দত্তের জন্মদিন। ৪ মে কিংবদন্তি ডায়মন্ড কোচের জন্মদিন। আজকেই ছিল ফাইনাল (ISL Final) ম্যাচ। হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

উৎসবের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা। সবুজ মেরুন জার্সির ভিড়ে যুবভারতীর গ্যালারিতে মুম্বই সিটি এফসির সমর্থকদের খুঁজে পাওয়া ছিল দুষ্কর। ম্যাচের ফলাফলের পর হাজার হাজার মোহনবাগান সমর্থকের মুখ চুন। দল ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি।

   

ডুরান্ড কাপ, লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ট্রফি জিতলেই ট্রেবল। গ্যালারিতে নজর কেড়েছিল বাগান সমর্থকদের পরপর সাজানো পাঁচটি টিফো। যাতে লেখা ছিল, ‘ট্রাডিশন, গ্লোরি, হার্ডওয়ার্ক, প্যাসন, ট্রেবল ‘।  ট্রেবলটাই যা হল না।

ফাইনাল ম্যাচের আগে যথেষ্ট সাবধানী ছিলেন লোপেজ হাবাস। গোপনীয়তা বজায় রেখে করিয়েছিলেন অনুশীলন। ফুটবলারদের ফোকাস নড়াতে চাননি তিনি। তাঁর ভাবনা মতো হয়নি ম্যাচের ফলাফল। মিলে গেল মুম্বই সিটি এফসি কোচের বলা কথা, ‘চাপ বেশ থাকবে মোহনবাগানের ওপর।’