আগামী ২৫ তারিখ থেকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। যেখানে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে জামশেদপুর এফসির বিপক্ষে। তবে গতবারের থেকে এবার বদলেছে সময়। নয়া সময় অনুযায়ী এবার রাত ৮টা থেকে শুরু হবে ম্যাচ। যারফলে, ম্যাচ শেষ হতে হতে প্রায় ১০ টার কাছাকাছি।
এমন অবস্থায় দলের সমর্থকদের বাড়ি ফেরার ক্ষেত্রে দেখা দিতে পারে সমস্যা। তাই সমস্ত দিক মাথায় রেখেই এবার নয়া উদ্যোগ লাল-হলুদ ম্যানেজমেন্টের। জানা গিয়েছে, গোটা বিষয়টি উল্লেখ করে নাকি রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে গোটা বিষয়টি ব্যক্ত করা হয় লাল-হলুদ শিবিরের তরফ থেকে।
সেখানে ম্যাচের দিনগুলোতে অতিরিক্ত পরিষেবা প্রদান করার কথাও উল্লেখ করা হয় বিশেষ ভাবে। পাশাপাশি তাদের তরফ থেকে বেশকিছু স্থান উল্লেখ করে সেখান থেকে বাস পরিষেবা দেওয়ার কথাও জানানো হয়। যাতে স্টেডিয়াম থেকে বেড়িয়ে এই সমস্ত স্থানে বাসে করে পৌঁছতে পারেন সকলে। যার মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, গড়িয়া, উল্টোডাঙা, বেহালা, বারাসাত, হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশনের মতো স্থান গুলি। যাতে সেখান থেকে সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে দর্শকরা।
উল্লেখ্য, গতকালই দলের সমর্থকদের কথা মাথায় রেখে রাজ্যের পরিবহন মন্ত্রীকে বিশেষ চিঠি দিয়েছিল সবুজ-মেরুন শিবির। এবার সেই একই পথে হাঁটল লাল-হলুদ। বলাবাহুল্য, গত ২১ তারিখ থেকে আইএসএল শুরু হলেও আজ থেকেই এই টুর্নামেন্টের উপর বিশেভাবে নজর শুরু করবে কলকাতাবাসী। আজ পাঞ্জাবের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে মোহনবাগান। তার ঠিক একদিন পরেই জামশেদপুর দলের বিপক্ষে অভিযান শুরু করবে লাল-হলুদ।