চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচের হারের ধাক্কা সামলে উঠতে পারলো না ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসির কাছে ১-০ গোলে হেরে গেল স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল এফসি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৬৯ মিনিটে ভাফার হেডার লাল হলুদ শিবিরের জালে জড়াতেই লিড নেয় টমাস ব্রডারিকের চেন্নাইয়িন এফসি। হোম অ্যাডডভান্টেজক চ্যালেঞ্জ ছিল রহিম আলিদের কাছে। লাল হলুদ ভক্তদের সামনে পারফর্ম করাটা চ্যালেঞ্জ এমনটা বলেছিলেন এফসি গোয়া কোচ কার্লোস পেনা। এফসি গোয়া জয় ছিনিয়ে নিয়েছিল, এবার চেন্নাইয়িন এফসিও একই পথে হেটে তিন পয়েন্ট ছিনিয়ে নিলো।
গোলের সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছিল,কিন্তু কাজে লাগাতে পারেনি। এমন পারফরম্যান্সের জন্যই ইতিমধ্যে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্র্যাঙ্ক জানুয়ারির ফিফা উইন্ডো কাজে লাগিয়ে নতুন বিদেশী রিক্রুটের পথে হাটতে চলেছে। আজকের ম্যাচে সেকেন্ড হলুদ কার্ড দেখেছে সার্থক গোলুই, ফলে পরের ম্যাচে সার্থকের সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল।
তিন পয়েন্টের লক্ষ্যে দল মাঠে নামবে এমনটাই বলেছিলেন লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন, আর ঘরের মাঠে ফের একবার তিন পয়েন্ট হাতছাড়া। প্রিয় দল কবে জিতবে ঘরের মাঠে হাহুতাশ লাল হলুদ ভক্তদের।