ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে অনিশ্চিত অ্যালেক্স লিমা

বৃহস্পতিবার ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড…

Alex Lima

short-samachar

বৃহস্পতিবার ২০ অক্টোবর গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের তিন নম্বর ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে।

   

মঙ্গলবার কলকতাতে লাল হলুদ ব্রিগেডের শেষ প্র‍্যাকট্রিস সেশন। এদিনের প্র‍্যাকট্রিস সেশনে বল পায়ে অনুশীলন করতে দেখা গেল অ্যালেক্স লিমাকে।

প্রসঙ্গত,অ্যালেক্স লিমা এফসি গোয়া ম্যাচে চোট পেয়েছিল। মঙ্গলবার দলের সঙ্গে প্র‍্যাকট্রিসে যোগ দিলেও লিমা পুরো ম্যাচ ফিট কিনা তা নিয়ে সংশয় রয়েছে।ব্রাজিলিয়ান এই মিডফ্লিডারের চোট সম্পর্কে জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন অ্যালেক্স লিমার ইনজুরি ইস্যুতে কোনও ঝুঁকি নিতে নারাজ।

উল্লেখ্য যে, চলতি ISL টুর্নামেন্টে এই দু’দলই এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। তাই আগামী বৃ্হস্পতিবার দু’দলই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তা পরিষ্কার।