ISL: জয়ের লক্ষ্য থেকে শত যোজন দূরে ইস্টবেঙ্গল ব্রিগেড

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম খেলাতেই মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ গোলে হারতে হয়েছে স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের।…

Emami East Bengal won the warm-up match

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম খেলাতেই মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ গোলে হারতে হয়েছে স্টিফেন কনস্টাটাইনের ছেলেদের। এই হারের ময়নাতদন্ত করতে বসে লাল হলুদ শিবিরের বৃটিশ হেডকোচ জানিয়েছেন, ম্যাচের একেবারে শেষের আট মিনিটে হওয়া তিনটে গোলই ম্যাচের নিষ্পত্তি করে দেয়। এই হারের জন্য দলের ছেলেদের মনসংযোগের অভাব দায়ী।

দলের ডিপ ডিফেন্স বরাবরই ডুবিয়েছে ইস্টবেঙ্গলকে। গত ISL টুর্নামেন্টে ‘লাস্ট বয়ে’র তকমা পাওয়ার পিছনে ডিপ ডিফেন্সের ভরাডুবি। যে ম্যাচ ড্র হতে চলেছে, লাল হলুদ ডিফেন্ডারদের ক্ষণিকের মনসংযোগের অভাবে প্রতিপক্ষ ফুটবলার ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিয়েছে।

শেষ মুহুর্তে লাল হলুদ ডিফেন্ডারদের ক্ষণিকের মনসংযোগের অভাবের বড় নজির হিসেবে রয়েছে গত ISL টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের শেষ ৩৬ মিনিট। গত ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরি ম্যাচের শেষ ৩৬ মিনিটে মাঠে ‘তাণ্ডব নৃত্য’ করে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টানা ৫ ডার্বি ম্যাচ জয়ের মাইলস্টোন গেঁথে দিয়েছে।

এই নিয়ে, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এসসি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে সংক্ষিপ্ত সময়ের ভিডিওতে ওই সময়েই ২৯ জানুয়ারি ফিরতি ডার্বি ম্যাচের অতিরিক্ত ৬ মিনিট সময়ে নিজের এবং টিমের মানসিকতা অর্থাৎ ম্যাচ টেম্পারমেন্ট প্রসঙ্গে ফুটবলার হীরা মণ্ডলের দাবি ছিল,”এসসি ইস্টবেঙ্গল টিম ওই সময়ে এক পয়েন্ট নিয়ে আসার লক্ষ্যে খেলছিল।”

চলতি, ISL টুর্নামেন্টের শুরুতেই লাল হলুদ শিবিরের খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্ট বড়সড় প্রশ্নের মুখে। আগামী ১২ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে,ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। চলতি ISL টাইটেলশিপে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলতে গেলে লেসলী ক্লডিয়াস সরণীর ক্লাবকে উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে হবে।

পেশাদার ইস্টবেঙ্গল ফুটবলারেরা নিজেদের ফুটবল কেরিয়ার নিয়ে সচেতন,তারা জানে কিভাবে বাজার ধরে রাখতে হয়, দোকান চালাতে হয়। ISL আবহে ইস্টবেঙ্গল এফসি ক্লাবে টিম গঠন আর টিমের খেলোয়াড়দের যত্ন আবদারে ঢালাও অর্থ খরচ হয়ে চলেছে। কিন্তু ‘আবেগ’ আর ‘পেশাদারিত্ব’ সংঘাতে আসল জিনিস ফুটবলটাই হচ্ছে না, দল জিতছে না। তাই শেষ মুহুর্তে খেলোয়াড়দের মনসংযোগের অভাব এমন যুক্তি বড়ই ‘শিশুসুলভ’ প্রতিক্রিয়া কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গিয়ে ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের। লাল হলুদ সমর্থকরা প্রিয় দলকে উইনিং ট্র‍্যাকে দৌড়তে দেখতে চাইছে, না কি ম্যাচ হেরে বাহানা শুনতে চাইছে।