ISL : আই লিগের এই কোচেদের টার্গেট করতে পারে আইএসএল-এর ক্লাবগুলো

আসন্ন মরশুমের আগে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বেশ কিছু দলে নতুন কোচ নিয়োগ করা হবে। লিগে অভিজ্ঞ কোচদের নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই আই লিগে কোচিং করাচ্ছেন এমন কোচেদের সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisements

Ashley Westwood

ভারতীয় ফুটবল সম্পর্কে রয়েছে সম্যক ধারণা। বেঙ্গালুরু এফসির হয়ে কোচিং করানোর সময় নিজের জাত চিনিয়েছেন। ফুটবল বিশেষজ্ঞ হিসেবেও করেছেন উল্লেখযোগ্য কাজ।

Vincenzo Alberto Annese

২০২০ সালে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে। পুরনো কোচকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল কম বয়সী এই কোচকে। চলতি আই লিগ খেতাব জয়ের অন্যতম দাবিদার গোকুলাম।

Santiago Varela

Advertisements

ভারতে এসেছিলেন ২০১৮ সালে। কেরালার স্থানীয় লিগ জিতেছিলেন গোকুলামের হয়ে। পরে ফের তাঁকে নিয়োগ করেছিল ক্লাব। তখন জিতেছিলেন ডুড়ান্ড কাপ। গোকুলামের পর নিয়েছিলেন চার্চিল ব্রাদার্সের দায়িত্ব। 

Andrey Chernyshov

রাশিয়ার প্রাক্তন সহকারী কোচ। এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে রয়েছেন। ভারতে এসেছিলেন ২০২১ সালের জুন মাসে। আই লিগের জয়ের অন্যতম দাবিদার মহামেডান।

Antonio Rueda

ভারতীয় ফুটবলে নবাগত কোচ। এসেছেন ২০২২ সালে।চলতি আই লিগে রয়েছেন চার্চিল ব্রাদার্সের দায়িত্ব।