ISL : সই করানো হতে পারে বার্সেলোনা, এস্প্যানিওলের প্রাক্তন ফুটবলারকে

বার্সেলোনা বি’র প্রাক্তন এক ফুটবলারের জন্য ঝাঁপিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক ক্লাব। বছর চব্বিশের এই উইঙ্গারকে দলে নেওয়ার জন্য টুর্নামেন্টের বেশ কিছু দল মুখিয়ে…

বার্সেলোনা বি’র প্রাক্তন এক ফুটবলারের জন্য ঝাঁপিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক ক্লাব। বছর চব্বিশের এই উইঙ্গারকে দলে নেওয়ার জন্য টুর্নামেন্টের বেশ কিছু দল মুখিয়ে রয়েছে বলে খবর।

Advertisements

আলোচনায় উঠে এসেছেন মহম্মদ এজারফানি। মরক্কোর এই ফুটবলার খেলেছেন স্পেনের একাধিক ক্লাবে। যার মধ্যে অন্যতম বার্সেলোনা। বার্সেলোনার বি টিমের সঙ্গে একটা মরশুম যুক্ত ছিলেন। যদিও তাঁর বেশিরভাগ সময় কেটেছিল অনুশীলনে। সিনিয়র কেরিয়ারের শুরুতে তিরিশের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন বাদালোনার হয়ে। গোল করেছেন একাধিক।

   

আরও পড়ুন: East Bengal : মাদ্রিদে খেলা ফুটবলারের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল

বার্সেলোনা ছাড়াও স্পেনের অপর এক নাম করা ক্লাব এসপানিওলের সঙ্গে যুক্ত ছিলেন ২০১৮-২০ মরশুমে। তাদের বি দলের হয়ে খেলেছেন পঞ্চাশের বেশি ম্যাচ। কুড়িটির ওপর গোল রয়েছে তাঁর নামের পাশে। ২০২১ এ ছিলেন স্পেনের সাবাদেল ক্লাবে।

কেরিয়ারের অধিকাংশ সময় স্প্যানিশ ফুটবলে কাটলেও দেশের জার্সিতে কিছু ম্যাচ খেলেছেন মহম্মদ এজারফানি। মরক্কোর অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচ।