HomeSports NewsISL : গ্যারেথ বেলের সতীর্থকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল

ISL : গ্যারেথ বেলের সতীর্থকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তারকা আগমনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়েলস এবং ইংল্যান্ডের চুটিয়ে খেলা এক ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতার দুই প্রধানই এই ফুটবলারকে দলে নিতে আগ্রহী বলে খবর।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লেফট ব্যাক নীল টেলরকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী কলকাতার দুই ক্লাব – এটিকে মোহন বাগান এবং ইস্টবেঙ্গল। এছাড়াও আরও একাধিক দেশের ফুটবল ক্লাব তাঁকে সই করাতে ইচ্ছুক বলে মনে করা হচ্ছে। 

   

তেত্রিশ বছর বয়সী নীল টেলরের যুব কেরিয়ার শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটি থেকে। পরে, সিনিয়র কেরিয়ারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ধারাবাহিকভাবে। সোয়ানসি সিটির হয়ে দেড়শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অ্যাস্টন ভিলার হয়েও একশোর কাছাকাছি ম্যাচে অংশ নিয়েছেন।

জাতীয় দলের ধারাবাহিক সদস্যের মধ্যে নীল অন্যতম। গ্যারেথ বেলের সঙ্গে খেলেছেন। ওয়েলসের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলার পর উঠে এসেছিলেন সিনিয়র দলে। দেশের হয়ে খেলছেন চল্লিশের বেশি ম্যাচ।

ওয়েলসে জন্ম হলেও কলকাতা যোগ রয়েছে নীলের। বাবা জন টেলর ওয়েলসের বাসিন্দা। মা কলকাতার বাঙালি মেয়ে। শিবানী চক্রবর্তী তাঁর নাম। নীল টেলর আদপে ওয়েলস-ইন্ডিয়ান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular