বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ISL ক্লাব

Mohammed Ali Bemammer

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মিডফিল্ডার মহম্মদ আলি বেমাম্মার (Mohammed Ali Bemammer) সঙ্গে ২০২৪-২৫ মরসুমের শেষ পর্যন্ত চুক্তি দীর্ঘায়িত করেছে। বেমাম্মার হাইল্যান্ডার্সের মাঝমাঠে অপরিহার্য সম্পদ হয়ে উঠেছেন। প্রতিটি ম্যাচে তাঁর অ্যাথলেটিসিজম এবং দক্ষতা নজর কেড়েছে। এই মরসুমে ২১ টি ম্যাচ খেলেছেন, ১৮০০ মিনিটেরও বেশি সময় তিনি মাঠে থেকেছেন।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বেমাম্মার বলেছেন, ‘নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে আমার যাত্রা অব্যাহত রাখতে পেরে আমি রোমাঞ্চিত। ক্লাব আমার ওপর আস্থা দেখিয়েছে এবং আমি আসন্ন মরসুমে অবদান রাখার ব্যাপারে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাবের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস রাখি।’

প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি ফুটবলারের প্রশংসা করে বলেছেন, ‘আলি আমাদের গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঠে দলকে একত্রিত রাখতে সাহায্য করে এবং ও আমাদের নেতা। মাঠে ওর উপস্থিতি আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছে।’

Advertisements

ক্লাবের সিইও মন্দার তামহানে এই চুক্তির গুরুত্ব বুঝিয়েছেন। তাঁর মতে, ‘মহম্মদ আলি বেমাম্মার পারফরম্যান্স আলাদা করে চোখে পড়ার মতো ছিল। আসন্ন মরসুমে দলের মূল ফুটবলারদের ধরে রাখার প্রয়াস এই চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।’