Tuesday, November 28, 2023
HomeSports NewsISL : জামশেদপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, সুযোগ নষ্ট সিভেরিওর

ISL : জামশেদপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, সুযোগ নষ্ট সিভেরিওর

কাজে এল না লড়াই। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ নিজেদের ঘরের মাঠে আইএসএল (Indian Super League) অভিযান শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিপক্ষ হিসেবে ছিল স্কট কুপারের জামশেদপুর এফসি। পূর্নাঙ্গ সময়ের শেষে গোলশূন্যভাবেই ম্যাচ শেষ করল দুই দল। দুই দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। যারফলে, আজ এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল দুই শিবিরকে।

   

এই সংক্রান্ত আরও খবর: ISL 10 এর প্রথম ম্যাচেই নজির গড়ল East Bengal

উল্লেখ্য, আজকের এই ম্যাচে তরুণ ফুটবলার লালচুংনুঙ্গা ও জর্ডন না থাকলেও পার্দো লুকাস ও খাবরাদের সামনে রেখেই রক্ষনভাগ সাজিয়েছিল লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। বলাবাহুল্য, প্রথমদিকে একটু সমস্যা দেখা দিলেও পরবর্তীতে ঘনঘন আক্রমনে উঠতে থাকে মশাল ব্রিগেড। কিন্তু কাজের কাজ হয়নি।

গোলের সহজ সুযোগ আসলেও তা ফিনিশ করতে ব্যর্থ থাকেন স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। ৪০ মিনিটের মাথায় আবার ও গোলের সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ থাকেন নন্দকুমাররা। তবে সেখানেই শেষ নয়। ৪২ মিনিটের দিকে আবার গোলের সহজ সুযোগ আসলেও তা করতে ব্যর্থ থাকেন সাউল ক্রেসপো।

যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। পরবর্তীতে জামশেদপুরের তারকা ফুটবলার হাওকিপের তরফ থেকে গোলের সুযোগ তৈরি করা হলেও তা কাজে লাগাতে পারেননি প্রতিপক্ষের খেলোয়াড়রা। যারফলে, গোলশূন্য থাকে ফলাফল।

Latest News