ISL 10 এর প্রথম ম্যাচেই নজির গড়ল East Bengal

প্রথম ম্যাচেই নজির! ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে (ISL 10) সোমবার সন্ধ্যায় অভিযান শুরু করেছিল East Bengal । টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজির। ইস্টবেঙ্গল কোচ Carles…

East Bengal's Strong Start in ISL

প্রথম ম্যাচেই নজির! ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে (ISL 10) সোমবার সন্ধ্যায় অভিযান শুরু করেছিল East Bengal । টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজির। ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat-কে ধন্যবাদ জানাতে পারেন ভারতীয় ফুটবল প্রেমীরা।

চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জামশেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। তুল্যমূল্য লড়াই হয়েছে দুই দলের মধ্যে। ম্যাচ জিততে পারতো ইস্টবেঙ্গল। বিরতির আগেই গোল করার মতো কিছু সুযোগ দলের কাছে চলে এসেছিল। বোরহা, ক্রেসপো, নন্দাদের সামনে এসেছিল বেশ কিছু সুযোগ। তবে কোনো সুযোগকে এদিনের ম্যাচে তারা গোলে রূপান্তর করতে পারেননি।

   

ম্যাচের ললাট লিখন যখন প্রায় স্পষ্ট, তখন পরীক্ষা-নিরীক্ষা করার পথ বেছে নিয়েছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রত। ম্যাচের শেষের দিকে মাঠে নামিয়ে দেন গুইতেকে। গুইতে এবারের মরসুমের নতুন রিক্রুট। ভারতীয় ফুটবলের অন্যতম উঠতি তারকা। অনুর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনুর্ধ্ব ১৭ দলের অধিনায়ক ছিলেন ষোলো বছর বয়সী এই মিডফিল্ডার। তাকে মাঠে নামানোর সঙ্গে নজির গড়ে ইস্টবেঙ্গল।

ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে খেলা সবথেকে কম বয়সী দ্বিতীয় ফুটবলার হলেন গুইতে। মহেশের জায়গায় তাকে মাঠে নামিয়েছিলেন কোচ। ঘরোয়া লীগে ইতিমধ্যে নজর কেড়েছিলেন গুইতে।