David Lalhlansanga: মহামেডানের ঘর ভেঙে ‍‘গোল মেশিন’ ইস্টবেঙ্গলের পথে

এবারের এই ফুটবল সিজনের শুরু থেকেই যথেষ্ট নজর কেড়ে এসেছেন তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। ডুরান্ড কাপে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও…

david lalhlansanga

এবারের এই ফুটবল সিজনের শুরু থেকেই যথেষ্ট নজর কেড়ে এসেছেন তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। ডুরান্ড কাপে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট মুগ্ধ করেছেন সকলকে। পাশাপাশি কলকাতা লিগে ও যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করেছেন মহামেডান স্পোর্টিং দলের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা। গোটা টুর্নামেন্ট জুড়ে বল পায়ে করেছেন প্রায় ২৩টি গোল। যা সর্বাধিক।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট! 

তবে সেখানেই শেষ নয়। ময়দানের এই ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও সর্বোচ্চ গোলদাতা থেকেছেন এই ফুটবলার। বলাবাহুল্য, কলকাতা লিগে তাদের চূড়ান্ত সাফল্য নিশ্চিত হওয়ার পর থেকেই তারপর থেকে একের পর এক ফুটবল ক্লাবের নজর এসে পড়তে থাকে মহামেডানের এই তরুণ ফুটবলারের দিকে। যার মধ্যে ছিল পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল সহ আইএসএল ও আইলিগের একাধিক ফুটবল দল।

তবে নিজের দলের তরুণ প্রতিভাকে এত সহজে ছাড়তে নারাজ ছিল মহামেডান। তবে আসন্ন জানুয়ারি পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি থাকলেও আগে ভাগেই তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চাওয়া হয় সাদা-কালো শিবিরের তরফ থেকে। কিন্তু মহামেডান দলের প্রস্তাব খুব একটা পছন্দ হয়নি ডেভিডের।

আরও পড়ুন:  Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক

আসলে, আইলিগের গন্ডি টপকে আইএসএলের আঙিনায় পা দেওয়াই অন্যতম লক্ষ্য ছিল এই তরুণ তারকার। সেকারনেই বাকি দল গুলির প্রস্তাব গুলি ভালো করে খতিয়ে দেখছিলেন তিনি। সেই নিয়ে এবার উঠে এলো নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, অন্যান্য দলগুলিকে পিছিয়ে রেখে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদ জার্সি পড়তে পারেন তিনি। তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেল আজ।

আরও পড়ুন:  Pro Kabaddi League: সচিনের আক্রমণে হিমশিম খেল জলদস্যুরা

তবে এখনো পর্যন্ত চূড়ান্ত পর্বের সই সাবুদ না হলেও বিশেষ সূত্র মারফত খবর, নতুন বছরে নাকি ডেভিডের লাল-হলুদ জার্সি পড়ার কথা শোনা গিয়েছে তার এজেন্টের তরফ থেকে। যার দরুণ, ডেভিডের কলকাতায় থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই এবার। শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার।