জল্পনা চলছিলো দীর্ঘদিন। প্রবীর দাসের এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়ার গুঞ্জন শুরু হতেই যে কয়েক জনের নাম উঠে আসছিল৷ তাঁর পরিবর্ত হিসেবে তাদের মধ্যে একজন ছিলেন আইএসএল চ্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’র আশীষ রাই (Ashish Rai)। বছর তেইশের এই ফুটবলারের হায়দ্রাবাদের আইএসএল চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
একটা সময় শোনা যাচ্ছিল আইএসএল চ্যাম্পিয়ান এই ডিফেন্ডার’কে পাঁচ বছরের চুক্তিতে সই করিয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু এতদিন তা নেহাত জল্পনা ছিল। কিন্তু রবিবার ক্লাবের তরফে সমর্থক’দের চমক দেওয়ার উদ্দেশ্যে তৈরী একটি ভিডিও ট্যুইটে প্রায় স্পষ্ট হয়েছে সবুজ মেরুন জার্সি গায়ে’ই আগামী মরশুমে খেলবে আশীষ, এবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করাটা খালি সময়ের অপেক্ষা।
Dreams do come true 🥹💚♥️
Stay tuned ⏳#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/691PKJFqIl
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 19, 2022
২০১৭ সালের জুলাই মাসে পুনে সিটি’র অ্যাকাডেমিতে যোগদান করেন আশীষ,ওই বছরের নভেম্বর মাসে তিনি যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে।অ্যারোজের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে নজরে পড়ে যান তিনি সকলের।তার সামনে খুলে যায় আইএসএলের দরজা।২০১৯-২০ মরশুমে হায়দ্রাবাদ এফসি’তে যোগদান করেন এই পাহাড়ি ফুটবলার।এরপর পিছনে ফিরে দেখতে হয়নি তাকে।