Afghanistan: হজ: মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যে গুরদোয়ারায় হামলা, দায় নিল আইএস

তালিবান জঙ্গিদের শাসনে আফগানিস্তানে (Afghanistan) বারবার ইসলামিক স্টেট জঙ্গিদের নাশকতা চলছে। দুটি পৃথক জঙ্গি সংগঠনের পারস্পরিক সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান। তবে এবার কাবুলের গুরদোয়ারায় জোড়া বিস্ফোরণের…

তালিবান জঙ্গিদের শাসনে আফগানিস্তানে (Afghanistan) বারবার ইসলামিক স্টেট জঙ্গিদের নাশকতা চলছে। দুটি পৃথক জঙ্গি সংগঠনের পারস্পরিক সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান। তবে এবার কাবুলের গুরদোয়ারায় জোড়া বিস্ফোরণের দায় নিয়ে ইসলামিক স্টেট জানাল, যেভাবে ভারতের হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করেছেন তার বদলা নিতে গুরদোয়ারায় বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শনিবার জোড়া বিস্ফোরণে কাবুলের এই গুরদোয়ারা ক্ষতিগ্রস্থ হয়েছে। দুজন মৃত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জানিয়েছে, পয়গম্বর মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণেই এই হামলা করা হয়েছে। এখন বদলা নিতে হিন্দু ও শিখদের টার্গেট করা হয়েছে। যারা যারা হিন্দু এবং শিখদের রক্ষা করার চেষ্টা করছে, তাদেরও রেয়াত করা হবে না।

ইসলামিক স্টেট খোরাসান নামের জঙ্গি সংগঠনটি নিজস্ব সংবাদমাধ্যমে জানিয়েছে, হিন্দু, শিখদের এবং যে কাফেররা রক্ষা করার চেষ্টা করছে তাদের টার্গেট করে এই হামলা করা হয়েছে। আল্লাহর দূতকে সমর্থনের বার্তা দিতেই এই হামলা চালানো হয়েছে। জঙ্গি সংগঠনটি জানিয়েছে, গতকাল কাবুলের গুরুদোয়ারায় তাদেরই এক সদস্য হিন্দু এবং শিখদের ওই ধর্মস্থানের প্রহরীকে হত্যা করে। পরে ভিতরে ঢুকে পৌত্তলিকদের উপর গুলি চালিয়েছে।

কিছুদিন আগেই আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তালিবান সকারের সঙ্গে বৈঠক কর ভারতীয় প্রতিনিধি দল। তারপরেই এই হামলা। প্রাথমিক ভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা বলে মনে করছে তালিবান সরকারের পুলিশ। ঘটনার কথা জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

ঘটনার তীব্র নিন্দা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পর থেকেই তৎপর হয়েছে বিদেশমন্ত্রক। আফগানিস্তানে আটকে থাকা সমস্ত শিখ এবং হিন্দুদের ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে ই ভিসা দেওয়া শুরু হয়েছে।