ISL: শনিতে পাঞ্জাবের মুখোমুখি মোহনবাগান, সাবধানী শঙ্করলাল চক্রবর্তী

Shankarlal Chakraborty has been offered the post of East Bengal coach

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্লে-অফে আগেই নিজেদের নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। বর্তমানে টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অন্যতম দাবীদার ময়দানের এই প্রধান।‌ তবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই দল তথা মুম্বাই সিটি এফসি এবং ওডিশা এফসির মতো ক্লাব থাকতে সফল হওয়া যে খুব একটা সহজ নয় তা বলাই চলে।

Advertisements

গত মরশুমে সকলকে টেক্কা দিয়ে শিল্ড জয় করেছিল মুম্বাই। এবছরও নিজেদের সেই ধারাই বজায় রাখার লক্ষ্য রয়েছে তাদের। অন্যদিকে, সুপার কাপ হাতছাড়া হওয়ার পর আইএসএল জয় করার পাশাপাশি লিগশিল্ডের দিকে নজর রয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবের।

তবে বাকিদের থেকে এই লড়াইয়ে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকলেও, গত কয়েক ম্যাচে বদলে গিয়েছে পরিস্থিতি। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির কাছে পরাজিত হতে হয়েছে মেরিনার্সদের। প্রথমদিকে জনি কাউকোর গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা। ‌ জর্ডান মারির পাশাপাশি রাফায়েল ক্লিভেলারোদের মত ফুটবলারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে যায় গতবারের আইএসএল জয়ীরা।

সেই ম্যাচ পরাজিত হওয়ার দরুন পয়েন্ট এর ভিত্তিতে কিছুটা হলেও পিছিয়ে যায় অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। আগামীকাল তাদের পরবর্তী লড়াই। যেখানে তাদের মুখোমুখি হতে হবে পাঞ্জাব এফসির সাথে। এই ম্যাচ জিতলে কিছুটা হলেও শিল্ডের লড়াইয়ে থাকবে দল।

Advertisements

তবে এটি অ্যাওয়ে ম্যাচ থাকায় কিছুটা হলেও চাপে থাকবে মোহনবাগান। অন্যদিকে, এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী পাঞ্জাব দলের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী। একটা সময় সবুজ-মেরুনের দায়িত্ব সামলেছেন তিনি। তবে সময়ের সাথে সাথে বদলে গিয়েছে পরিস্থিতি। এবার আইএসএলের এই নয়া দলের দায়িত্বে রয়েছেন এই বাঙালি কোচ।

এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল আমরা এই ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করব। এই ম্যাচ যথেষ্ট কঠিন হতে চলেছে। প্রথম লেগে পর দুই দলের মধ্যেই যথেষ্ট বদল এসেছে। তবে আমরা নিজেদের খেলার দিকেই সম্পূর্ণ নজর দিতে চাই। তাহলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারবো।