IPL 2024 Thriller: পরপর দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ১৮তম ম্যাচে শুক্রবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই…

Sunrisers Hyderabad Secure Impressive Victory

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ১৮তম ম্যাচে শুক্রবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। এটি চেন্নাইয়ের টানা দ্বিতীয় পরাজয়।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম উইকেটে ১৭ বলে ৪৬ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এই জুটি ভাঙেন দীপক চাহার। ১২ বলে ৩৭ রান করেন অভিষেক। এই ইনিংসে তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মেরেছ। দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন ট্রাভিস হেড ও এইডেন মার্করাম। দশম ওভারে হেডের উইকেট নেন মহেশ তিকশানা।

হেড ২৪ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৩১ রান। ১৪তম ওভারের শেষ বলে এইডেন মার্করামকে এলবিডব্লিউ করেন মঈন আলি। ৩৬ বলে ৫০ রান করেন মার্করাম। এই ইনিংসের সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ১টি ছক্কা। ১৬তম ওভারে শাহবাজ আহমেদকে এলবিডব্লিউ আউট মঈন। শাহবাজ ১৯ বল খেলে করেছেন ১৮ রান। হেনরিখ ক্লাসেন ১১ বলে ১০ ও নীতীশ রেড্ডি ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি উইকেট নিয়েছেন মঈন আলি। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার ও মহেশ টিকশানা।

প্রথমে ব্যাট করে ১৬৫ রান তুলতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন শিবম দুবে। এছাড়া আজিঙ্কা রাহানে ৩৫, রবীন্দ্র জাদেজা ৩১ ও রুতুরাজ গায়কোয়াড় ২৬ রান করেন। ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন এদিনের ম্যাচে।