ISL: হীরার দ্যুতিতে আড়ালে কিয়ান নাসিরি 

এবারের ইন্ডিয়ান সুপার লিগে (ISL) একাধিক তরুণ প্রতিভা চিনিয়েছেন নিজেদের। হীরা মন্ডল (Hira Mondal) তাঁদের মধ্যে অন্যতম। দলবদলের বাজারে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) হীরাকে…

short-samachar

এবারের ইন্ডিয়ান সুপার লিগে (ISL) একাধিক তরুণ প্রতিভা চিনিয়েছেন নিজেদের। হীরা মন্ডল (Hira Mondal) তাঁদের মধ্যে অন্যতম। দলবদলের বাজারে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) হীরাকে নিয়ে জোর আলোচনা। কিন্তু এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) কিয়ান নাসিরি (Kiyan Nassiri) যেন কিছুটা প্রচারের আলোকের বাইরে। 

   

হীরা মন্ডলের বয়স ২৫ বছর। কলকাতা ময়দানের পরিচিত মুখ। খেলেছেন টালিগঞ্জ, পিয়ারলেস, মহামেডানে। ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এবং রেনবো এফসির জার্সিতে খেলেছিলেন কেরিয়ারের একেবারে শুরুর দিকে। মোটের ওপর ময়দানে হীরা মন্ডল পরীক্ষিত। অভিজ্ঞতাও রয়েছে কিছু। 

ISL
হীরা মন্ডলের নাক ভেঙেছিল কিন্তু লড়াই থামেনি।

অন্য দিকে বাগানের কিয়ানের বায়োডাটা মোটের ওপর আনকোরা। যুব কেরিয়ার ক্যালকাটা ফুটবল ক্লাব, মহামেডান এবং মোহনবাগানে। সিনিয়র কেরিয়ার সবুজ মেরুন জার্সিতে। ২০১৯ থেকে সিনিয়র কেরিয়ারের সূত্রপাত।

Isl
নাছোড়বান্দা কিয়ান নাসিরি।

ডার্বিতে হ্যাটট্রিক করে ধুমকেতুর মতো কিয়ানের আগমণ। এরপর আর গোল পাননি। কিন্তু জুনিয়র নাসিরিকে একাধিক সুযোগ দিয়েছেন এটিকে মোহন বাগান কোচ। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে নামিয়েছিলেন। কিয়ান গোল না পেলেও তাঁর খেলায় রয়েছে সহজাত মুন্সিয়ানা। চাপের মুখে নিখুঁত পাশ, নিজেদের অর্ধে নেমে ডিফেন্স করা ইত্যাদি করতে পারেন অনায়াসে। আগামী দিনের তারকা হওয়ার সম্ভাবনা নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়েছে হীরা মন্ডল, কিয়ান নাসিরি দুজনেরই।