অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে দলে নিয়ে রক্ষন শক্তিশালী করল বেঙ্গালুরু এফসি Bangalore FC

Aleksandar Jovanovic

শুক্রবার আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ’কে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো বেঙ্গালুরু এফসি (Bangalore FC)।

Advertisements

ছয় দেশের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতার অধিকারী এই ৩২ বছর বয়সী ফুটবলার সিমন গ্রেসনের সপ্তম সাইনিং তিনি এবছরের।এপিয়া তে যুব কেরিয়ার শুরু করেন এই ফুটবলার।২০০৬ সালে যোগ দেন তিনি পারামাট্টা ইগলসে।

   

সেখান থেকে ২০০৮ সালে সার্বিয়ান সুপার লিগের ক্লাব ভজভদিনায়। ২০০৮ থেকে ২০১১ সাল অবধি সেখানে খেলেন তিনি। এরপর সার্বিয়ার একাধিক ক্লাবে লোনে যোগ দেন।

Advertisements

” আমি বেঙ্গালুরু’তে যোগ দিয়ে দারুণ খুশি।গোটা দলের সাথে দেখার করার জন্য মুখিয়ে আছি।আমাকে ভারতে আসার প্রস্তাব দেওয়া হয় বেঙ্গালুরু এফসি’তে।এরপর আর ভেবে দেখিনি।এই ক্লাবের ব‍্যাপারে অনেক কিছু শুনিছি,তাই আগ্রহ বাড়ে।” এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আলেকজান্ডার জোভানোভিচ৷

সার্বিয়া থেকে থাইল্যান্ডের বেক তেরো সাসানা’তে যোগ দেন এই অজি ডিফেন্ডার,এরপর সাউথ কোরিয়া,চাইনা হয়ে আসেন বসনিয়ার প্রিমিয়ার লিগে।সম্প্রতি অস্ট্রেলিয়ার লিগে নয়া আগত ম‍্যাকার্থার এফসি’তে খেলছিলেন।