ট্রান্সফার ব্যান উঠে গিয়েছে। এবার নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। তার আগে অবশ্য ইমামির (Eamami) সঙ্গে সই হওয়া দরকার। আরও একবার আলোচনায় (East Bengal Club Emami Meeting) বসতে পারেন দুই পক্ষের কর্তারা।
শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ঘটনাবহুল দিন ছিল। সন্ধার দিকে ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই একই দিনে ক্লাব কর্তাদের সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন ফুটবলাররা। তাঁরাও ক্লাব ও বিনিয়োগকারী প্রসঙ্গে পরে কথা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।
প্রাক্তন ফুটবলাররা জানিয়েছেন, তাঁবুর ভিতরে ইতিবাচক পরিবেশ বিদ্যমান। ক্লাব কর্তা এবং ইমামি কর্তাদের মধ্যে এই ক’দিনে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা দেখে প্রাক্তন ফুটবলাররা অভিভূত। পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো বলে তাঁরা মনে করছেন। সেই সঙ্গে সই নিশ্চিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রাক্তনদের মতে, দেরি হচ্ছে ঠিকই, তবে সই হয়ে যাবে।
এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ফের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবব্রত সরকার। সংবাদ মাধ্যমে বলেছেন যে এর আগেও রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকার, ইস্টবেঙ্গল ক্লাব সব সময় সাহায্য পেয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবার থেকে আলাদা। আগামী দিনেও লাল হলুদ ক্লাবের পাশে তিনি থাকুন, এমনটা চাইছেন দেবব্রত।