ATK Mohun Bagan: প্রথম ম্যাচেই মহামেডানকে বড় ব্যাবধানে হারাল মোহনবাগান

গতকালের পর আজ ফের বড়সড় জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রথমে উইলিয়ামের করা গোলে বেশ কিছুক্ষন এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। এ

ATK Mohun Bagan

গতকালের পর আজ ফের বড়সড় জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রথমে উইলিয়ামের করা গোলে বেশ কিছুক্ষন এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। এরপরেই পাল্টা জবাব দেওয়া শুরু করে এটিকে মোহনবাগান। যারফলে নির্ধারিত সময়ের শেষে ৬-১ গোলে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন শিবির। দলের হয়ে গোল করেন রিকি শাবং, ফারদিন আলি মোল্লা, এংসন সিং ও সুহেল ভাট্ট। উল্লেখ্য, দলের পরিবর্ত খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছিলেন সুহেল। তারপরেই বাজিমাত করেন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গতবছরের মতো এবার ও রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Development League) কর্তৃক শুরু করা হয়েছে এই ডেভলপমেন্ট লিগ। যেখানে গতবারের তুলনায় বাড়ানো হয়েছে দলের সংখ্যা পাশাপাশি বদল এসছে রোড ম্যাপে। সেইমতো গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি লড়াই করছে কলকাতা ময়দানের তিন প্রধান। এছাড়াও তাদের সাথে সমান গ্রুপে রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। পাশাপাশি ওডিশা ও ঝাড়খণ্ড থেকে রয়েছে আরো দুটি দল। ওডিশা এফসি ও জামশেদপুর এফসি।

মূলত গোটা দেশের তরুন প্রতিভা গুলিকে সকলের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ সকলের। সেইমতো নিজেদের প্রথম একাদশ সাজিয়েছে প্রত্যেকটি দল। তবে আজ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এই একতরফা পরাজয় নিয়ে খুব একটা অস্বাভাবিক থাকার কথা নয় সাদা-কালো শিবিরের। দল গঠনের পরে মাত্র তিনদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে গোটা দল। পাশাপাশি দলে এসেছেন নতুন কোচ। তাই সব মিলিয়ে একেবারেই ছন্নছাড়া অবস্থা ছিল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবের। সেকথা নিজে ও গতকাল জানিয়ে ছিলেন কোচ। তবে এবার আগামী ম্যাচে জয় পেয়ে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য সাদা-কালো শিবিরের। অন্যদিকে লিগের প্রথম ম্যাচে বড় ব্যাবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ-মেরুন ব্রিগেড।